X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তিন তালাককে ‘দ্রৌপদীর বস্ত্রহরণের’ সমতূল্য বললেন যোগী আদিত্যনাথ

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৭, ১৪:০৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৬:৫৬
image

যোগী আদিত্যনাথ মুসলিমদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া তিন তালাক ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি তিন তালাকের সঙ্গে পৌরাণিক কাহিনী মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের তুলনা করে বলেছেন, ‘এ ইস্যুতে যারা নীরব রয়েছেন, তারাও সমান অপরাধী।’ ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

সোমবার সাবেক প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ৯১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ বলেন, ‘যারা এই অপরাধ করছে, তাদের সঙ্গে একই সারিতে ফেলা উচিত রাজনৈতিক স্তরে যারা এই ইস্যুতে নীরব রয়েছেন তাদেরও। সম্প্রতি এই জ্বলন্ত ইস্যুতে দেশে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই ইস্যুতে কিছু লোক নীরব। সেটা আমাকে মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। দ্রৌপদী প্রশ্ন করেছিলেন, এই ঘটনার জন্য, এই পাপের জন্য দায়ী কে? কেউ কোনও কথা বলেননি। একমাত্র বিদুর বলেছিলেন, যারা এই অপরাধ করেছে এবং যারা নীরব থেকেছে, তারা সমান অপরাধী।’  

আদিত্যনাথের মন্তব্যকে ‘বোকামি’ বলে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।

এর একদিন আগেই তিন তালাক ইস্যুতে সরব হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন তালাকের এই প্রথা বন্ধের দাবি করে দেশে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে মত জানান তিনি।

নরেন্দ্র মোদি বলেন, আমাদের মুসলিম বোনদের ন্যায়বিচার পাওয়া উচিত। তাদের প্রতি অবিচার করা ঠিক না। কাউকেই নিপীড়িত হওয়া উচিত না।

তখন অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড শরিয়াহ মোতাবেক তিন তালাক দেওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। সংস্থাটির মাওলানা খালিদ আর ফিরাঙ্গি বলেন, যারা তিন তালাকের অপব্যবহার করবে তাদের সামাজিকভাবে বয়কটের মুখে পড়তে হবে। এই ইস্যুতে অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে। আমরা তিন তালাক ব্যবহারের একটি বিধি প্রণয়ন করব।

উল্লেখ্য, গত ডিসেম্বরে এলাহাবাদ হাইকোর্ট এক রুলে বলেছিল, তিন তালাক ভারতের সংবিধান প্রদত্ত নারীদের সমতার অধিকারকে লঙ্ঘন করে। আগামী ১১-১৯ মে ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক ইস্যুতে শুনানি গ্রহণ করবেন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!