X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট কমাচ্ছে এমিরেটস

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৭, ০৫:১৯আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ০৫:২৪

ট্রাম্পের নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট কমাচ্ছে এমিরেটস মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের ওপর ট্রাম্প প্রশাসন নতুন কড়াকড়ি আরোপ করার পর দেশটির বিভিন্ন শহরগামী ফ্লাইট কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক বিমান কোম্পানি এমিরেটস। আগামী মে মাস থেকে ফ্লাইটের এ সংখ্যা কমানো হবে। এমিরেটস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভ্রমণকারীর সংখ্যা কমে যাওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্চ মাসে বিমানযাত্রীদের মোবাইল ফোনের চেয়ে বড় কোনও ইলেক্ট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। দশটি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এই দশটি বিমানবন্দরের মধ্যে দুবাই সহ মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও তুরস্ক রয়েছে। এছাড়া এর আগে ট্রাম্প দুটি নির্বাহী আদেশে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যদিও এই দুটি আদেশে আদালতের স্থগিতাদেশ রয়েছে।

এমিরেটসের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সরকারের ভিসা ইস্যু বিষয়ক সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত ও নিরাপত্তায় কঠোর যাচাই-বাছাইয়ের ফলে দেশটিতে যাওয়ার চাহিদা কমে এসেছে। গত তিন মাসে যুক্তরাষ্ট্রগামী আমাদের যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে।

গত মাসে এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক এক বিবৃতিতে বলেছিলেন, ট্রাম্পের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রগামী যাত্রীর সংখ্যা এক তৃতীয়াংশ কমে গেছে।

এমিরেটস যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট সংখ্যা কমিয়ে আনলেও আবু ধাবি ভিত্তিক প্রতিদ্বন্দ্বী বিমান কোম্পানি ইতিহাদ এমন কোনও ঘোষণা দেয়নি। কোম্পানিটি জানিয়েছে, তাদের যাত্রী সংখ্যা খুব একটা কমেনি।

২০০৪ সালে উত্তর আমেরিকায় বিমান চলাচল শুরু করে এমিরেটস। যুক্তরাষ্ট্রের ১২টি শহরে এমিরেটসের বিমান চলাচল করছে। গত মাসেই এথেন্স ও নিওয়ার্কে নতুন ফ্লাইট চালু করেছিল। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা