X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যের সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন অ্যাসাঞ্জ?

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৭, ১৭:২৫আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৭:৩২

জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ও বড় কর্পোরেশনের গোপন নথি ফাঁসকারী বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন। জুনে আগাম নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হওয়ার পর নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন অ্যাসাঞ্জ। কমনওয়েলথভুক্ত দেশ অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ার ফলে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অ্যাসাঞ্জের কোনও আইনি বাধাও নেই।

বুধবার একটি টুইটে অ্যাসাঞ্জ তার সমর্থকদের কাছে জানতে চেয়েছেন নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তারা কি ভাবছেন। টুইটে অ্যাসাঞ্জ ভক্তরা এ ধারনাকে সমর্থন জানিয়েছেন।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি শুধুই টুইটারেই সীমাবদ্ধ কিনা জানতে চাইলে ফেয়ারফ্যাক্স সংবাদমাধ্যমকে অ্যাসাঞ্জ জানান, সত্যিকার অর্থেই অ্যাসাঞ্জ বিষয়টি ভাবছেন।

যুক্তরাজ্যের সংসদ সদস্যদের (এমপি) সংসদে সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক নয়। সুইডেনে যৌন হয়রানির মামলা থাকলেও প্রাথমিকভাবে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা বাধা হবে না। কোনওভাবে নির্বাচিত হয়ে গেলেও অ্যাসাঞ্জের পক্ষে ভোট দেওয়া সম্ভব হবে না। কারণ ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন অ্যাসাঞ্জ।

অ্যাসাঞ্জের টুইট

নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অ্যাসাঞ্জকে ৫০০ ব্রিটিশ জামানত দিতে হবে। প্রয়োজন হবে নির্বাচনি এলাকার দশজন ভোটারের সমর্থনমুলক স্বাক্ষর। যদি ৫ শতাংশ ভোট পান তাহলে জামানত ফেরত পাবেন।

এর আগেও নির্বাচনে প্রার্থী হয়েছেন অ্যাসাঞ্জ। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার সিনেট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে তিনি ৪১ হাজার ৯২৬ ভোট পেয়েছিলেন, যা মোট ভোটারের ১ দশমিক ২৪ শতাংশ।

সুইডেনে দুই নারীর বিরুদ্ধে যৌন নিপীড়ন চালানোর অভিযোগ ওঠার পর ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। তবে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়নি। অ্যাসাঞ্জের আশঙ্কা, তিনি সুইডেনে গেলে সুইডিশ সরকার তাকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র সরকারের কাছে প্রত্যর্পণ করবে, আর যুক্তরাষ্ট্র সরকার তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের নামে মৃত্যুদণ্ড দেবে। সূত্র: সিডনি মরনিং হেরাল্ড।

/এএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী