X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আগেও পুলিশকে গুলি করে কারাভোগ করেছিল প্যারিসের হামলাকারী

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৭, ১১:০৬আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১১:০৭
image

হামলার পর সতর্ক অবস্থায় পুলিশ ফ্রান্সের প্যারিসে পুলিশের ওপর হামলাকারী ব্যক্তির বিরুদ্ধে আগেও পুলিশের ওপর হামলা চালানোর রেকর্ড রয়েছে। পুলিশের ওপর হামলার কারণে কয়েক বছর কারাবাসেও থাকতে হয়েছে তাকে। ফ্রান্সের স্থানয়ি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এমন তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সময় রাত নয়টার দিকে মধ্য প্যারিসের চ্যাম্পস এলিসি এলাকায় পুলিশ বাসের পাশে একটি গাড়ি এসে থামে। ওই গাড়ি থেকে নেমে এক ব্যক্তি অটোমেটিক পিস্তল থেকে পুলিশের দিকে গুলি চালাতে শুরু করে। তিনি আরও বলেন,এক পুলিশ কর্মকর্তাকে হত্যার পর ওই সন্দেহভাজন ব্যক্তি অপর পুলিশ সদস্যদের গুলি করে পালানোর চেষ্টা করে। এসময় দুই পুলিশ সদস্য আহত হন। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই সন্দেহভাজন নিহত হয়। হামলাকারী ইচ্ছাকৃতভাবে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে বলেও ব্রাঁদে জানান।

ফরাসি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি জানায়, শূন্য দশকের শুরুর দিকে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন ওই সন্দেহভাজন হামলাকারী। ওই ঘটনায় তাকে কয়েক বছর জেল কাটতে হয়েছে বলেও জানানো হয়। তাছাড়া গোয়েন্দাদের জঙ্গিবিরোধী তদন্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন ওই সন্দেহভাজন। সন্দেহভাজন হামলাকারীকে সম্ভাব্য ইসলামী উগ্রপন্থী হিসেবে সম্প্রতি শনাক্ত করে গোয়েন্দা সংস্থাগুলো।

হামলার কিছুক্ষণ পরই প্যারিস প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিনস জানান, হামলাকারীর পরিচয় তাদের জানা আছে এবং তা যাচাই করা হয়েছে। তদন্ত ও অভিযানের স্বার্থে সেসময় সন্দেহভাজনের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি। শুক্রবার এ নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানিয়েছেন মলিনস।

অবশ্য, এরইমধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে। জঙ্গি সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক-এ প্রকাশিত এক বিবৃতিতে হামলাকারীর নাম আবু ইউসূফ আল-বালজিকি বলে উল্লেখ করা হয়েছে। তবে আইএস-এর পক্ষ থেকে যে নাম বলা হয়েছে তার সত্যতা এখনও নিশ্চিত করেনি ফরাসি কর্তৃপক্ষ।

/এফইউ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া