X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাত ব্যাগে থাকা আগ্নেয়াস্ত্র চিহ্নিত করতে ব্যর্থ লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৭, ১২:৪৭আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১২:৪৮

হাত ব্যাগে থাকা আগ্নেয়াস্ত্র চিহ্নিত করতে ব্যর্থ লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিমানযাত্রীর হাত ব্যাগে থাকা আগ্নেয়াস্ত্র চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। কর্তব্যরত অবস্থায় না থাকা মার্কিন এক নারী পুলিশ হাত ব্যাগে সেই আগ্নেয়াস্ত্র নিয়ে তাইওয়ানগামী বিমানে ওঠে যান। গত সপ্তাহে এ ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের স্ক্রিনিং মেশিনে নোয়েল গ্রান্ট নামের ওই নারী পুলিশের হাত ব্যাগে থাকা আগ্নেয়াস্ত্রটি ধরা পড়েনি। ফলে তিনি তা নিয়েই বিমানে উঠেন। তাইপেই পৌঁছার পর নোয়েল বুঝতে পারেন যে তার ব্যাগে আগ্নেয়াস্ত্র রয়েছে। তখন তিনি স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। এরপর তাইওয়ান কর্তৃপক্ষ বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত তাকে আটকে রাখে।

পুলিশ কর্মকর্তা নোয়েল গ্রান্ট (৪২) সান্টা মোনিকা পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত। তিনি একটি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র করছিলেন, তা সরকারি আগ্নেয়াস্ত্র ছিল না। তাইওয়ানের তাইপেই বিমানবন্দরে তিনি তাইয়ুন যাওয়ার জন্য বিমান পরিবর্তন করার সময় আগ্নেয়াস্ত্রের থাকার বিষয়টি বুঝতে পারেন। আগ্নেয়াস্ত্রটিতে ৬টি বুলেট ছিল। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে তাইওয়ান এসেছেন তিনি।

অবশ্য তাইওয়ান কর্তৃপক্ষ নোয়েলকে গ্রেফতার করেনি। তবে তাকে দেশত্যাগ না করার জন্য বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তারা স্বীকার করেছেন লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে নিরাপত্তা প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসনের নিকো মেলেনডেজ বলেন, নিশ্চিতভাবেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি এবং আগ্নেয়াস্ত্রসহ বিমানবন্দরের চেকপয়েন্ট দিয়ে পুলিশ কর্মকর্তা প্রবেশ করেছেন। তিনি জানান, জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি