behind the news
Vision  ad on bangla Tribune

দ. আফ্রিকায় বাস দুর্ঘটনায় ২০ শিশু নিহত

বিদেশ ডেস্ক২২:৪৭, এপ্রিল ২১, ২০১৭

ট্রাকের ধাক্কার দুমড়ে যায় মিনিবাসদক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার একটি স্কুলের শিক্ষার্থীদের বহনকারী মিনিবাস দুর্ঘটনায় আক্রান্ত হয়ে ২০ শিশু নিহত হয়েছে। কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি এ খবর জানিয়েছে।

ইআর২৪ মেডিক্যাল সার্ভিস জানিয়েছে, শুক্রবার প্রিটোরিয়ার উত্তরে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শিশুদের বহন করা ওই বাসটিতে আগুন ধরে যায়। ট্রাকের ধাক্কায় মিনিবাসটি দুমড়ে মুচড়ে যায়। ১৩ জন শিশুর মরদেহ মিনিবাসের ভেতর পাওয়া যায়। আর বাকিদের মরদেহ বাইরে পড়েছিল।

নিহতরা সবাই সেখানকার একটি স্কুলের প্রাইমারি এবং সেকেন্ডারি পর্যায়ের শিক্ষার্থী। প্যানিয়েজ লুসুফী নামে এক ব্যক্তি বলেন, ‘এটি আমাদের জন্য একটি অন্ধকারময় দিন।’

স্থানীয় গ্যুটেন শিক্ষা বিভাগ ২০জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তারা এক টুইট বার্তায় জানিয়েছে, ‘এটি আমাদের জন্য অনেক বড় ক্ষতি এবং বেদনাদায়ক।’

দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কাউকে জীবিত উদ্ধার করা হয়েছে কিনা তাও জানা যায়নি।

/এসএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ