X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে ব্লাসফেমির অভিযোগে এবার 'সম্ভাব্য মানসিক রোগী'কে গণপিটুনি

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১০:৪০আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১০:৪২
image

ব্লাসফেমির গুজবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ পাকিস্তানে আবারও ব্লাসফেমি তথা ধর্ম অবমাননার গুজবে উত্তেজিত জনতার হামলার শিকার হলেন এক ব্যক্তি। উত্তরাঞ্চলীয় একটি শহরে শুক্রবার (২১ এপ্রিল) জুমার নামাজ চলার সময় তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয় এবং গণপিটুনির মুখে পড়েন তিনি। অবশ্য শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। সেসময় ছয় পুলিশ সদস্যও আহত হন। পুলিশের ধারণা, গনপিটুনির শিকার ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। এ নিয়ে পাকিস্তানে এক মাসে তিনটি ধর্ম অবমাননার অভিযোগ সংক্রান্ত হামলার ঘটনা ঘটলো। ধর্ম অবমাননার গুজবে চলতি মাসেই গণপিটুনিতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গুলিবিদ্ধ হয়ে এক শিয়া ধর্মীয় নেতা নিহত হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার রশীদ আহমেদ নামের ওই ব্যক্তি চিত্রালের স্থানীয় একটি মসজিদে প্রবেশ করেন এবং একটি বড় ঘোষণা দেবেন বলে জানান। এরপর তিনি নিজেকে একজন ত্রাণকর্তা হিসেবে ঘোষণা দেন এবং বলেন নিজের অনুসারীদের নেতৃত্ব দিয়ে স্বর্গে নিয়ে যাবেন। এর পর পরই তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা সহিংসতায় রূপ নেয়। গণপিটুনির মুখে পড়েন রশীদ আহমেদ। বিক্ষুব্ধদের লক্ষ্য করে নিরাপত্তা কর্মকর্তারা কাঁদানে গ্যাস, ফাঁকা গুলি ছুড়তে থাকেন। সে সময় ৮ বিক্ষোভকারী নিহত হয়। বিক্ষুব্ধরা স্থানীয় পুলিশ সদর দফতরেও হামলা চালান। রশীদ আহমেদকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, আগে রশীদ আহমেদের মানসিক স্বাস্থ্য পরীক্সা করা হবে। যদি তিনি মানসিকভাবে সুস্থ হন তবে তাকে ব্লাসফেমি আইনে বিচারের মুখোমুখি করা হবে।

উল্লেখ্য, পাকিস্তানে ব্লাসফেমি বেশ স্পর্শকাতর ইস্যু। এর বিরুদ্ধে কঠোর সাজার বিধান রয়েছে। তবে প্রায়সময় ব্লাসফেমির অভিযোগ এন বিচারবহির্বুত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আল জাজিরার হিসেব অনুযায়ী, ১৯৯০ সাল থেকে পাকিস্তানে ব্লাসফেমির অভিযোগে প্রায় ৭০ জনকে হত্যা করা হয়েছে।

/এফইউ/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়