X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কে এই করিম শরফি?

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১১:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১১:৪২
image

করিম শরফি ফ্রান্সের প্যারিসে পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর নাম করিম শরফি বলে এরইমধ্যে জানিয়েছেন প্রসিকিউটররা। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়া করিম শরফির বিরুদ্ধে আগে থেকেই অপরাধে অভিযোগ ছিল। আইএসের পক্ষ থেকে নিজেদের সদস্য বলে দাবি করা এ করিম শরাফি আসলে কে? কি তার পরিচয়? ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও আইটিভির প্রতিবেদনের ভিত্তিতে এ প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হলো।
প্রতিবেদনে বলা হয়, ১৯৭৭ সালে লিবলি গারগোন এলাকায় জন্ম নেওয়া করিম শরফি একজন ফরাসি নাগরিক। ৩৯ বছর বয়সী এ ব্যক্তি প্যারিসের পূর্বদিকে চেলেস এলাকায় থাকতেন। হত্যাচেষ্টা, সহিংসতা ও চুরির অপরাধে চারবার কারাবরণ করতে হয়েছে তাকে। বার বার পুলিশের বিরুদ্ধে বিদ্বেষ দেখাতে দেখা গেছে তাকে। ২০০১ সালের এপ্রিলে চুরি করা একটি গাড়ি নিয়ে পালানোর সময় তাকে ধাওয়া করা দুই ব্যক্তিকে গুলি করে আহত করেন তিনি। তাদের একজন ছিলেন সাদা পোশাকধারী পুলিশ। ২০০৩ সালে দুই পুলিশকে গুলি করার অপরাধে আবারও কারাভোগ করেন করিম শরফি। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে সম্প্রতি আবারও তাকে আটক করা হয়। তবে প্রমাণ না থাকায় শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যান করিম শরফি।
তার আইনজীবী করিম শরফিকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেছিলেন। আর প্রতিবেশীরা জানিয়েছেন, করিম শরফির মধ্যে তারা কখনও ধর্মের প্রতি আগ্রহবোধ দেখেননি। প্যারিস প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিনস বলেছেন, হামলাকারীর সঙ্গে ইসলামী উগ্রপন্থার সংযোগ থাকার আপাত প্রমাণ তারা পাননি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মলিনস জানান, অনেক বছর কারাগারে থাকার পরও করিম শরফির মধ্যে উগ্রপন্থার কোনও আলামত ছিল না। জঙ্গি সংগঠনের সঙ্গে শরফির যোগসূত্র ছিল কিনা সে ব্যাপারেও স্পষ্ট হওয়া যায়নি। হামলার পর জঙ্গি সংগঠন আইএস-এর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এর দায় স্বীকার করা হয়। আবার আইএসকে সমর্থন করে লেখা একটি নোট হামলাকারীর মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়। তবে আইএস-এর পক্ষ থেকে হামলাকারীর নাম আবু ইউসূফ আল-বালজিকি বলে উল্লেখ করা হয়েছিল যা প্রসিকিউটর ঘোষিত নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি।

/এফইউ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা