X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১২

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১১:৪৬আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১২:১২
image

মলোটোভ ককটেল ছুড়ছেন এক বিক্ষোভকারী সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। বৃহস্পতিবার দেশটির রাজধানী কারাকাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রাতভর সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার ভেনেজুয়েলার জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। এর ফলে গত তিন সপ্তাহের বিক্ষোভে নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।  

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট তারেক এল আইসামি সংঘর্ষের জন্য বিরোধী দলকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘অপরাধী চক্রের সহযোগী বিরোধী দলের নেতৃত্বে ভেনেজুয়েলা এক অপ্রচলিত যুদ্ধের সম্মুখীন হয়েছে।’

রাজধানী কারাকাসের পূর্ব, পশ্চিম ও দক্ষিণে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বিক্ষোভে উত্তাল কারাকাস

শুক্রবার দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কারাকাসের নিকটবর্তী এল ভাল্লে এলাকায় ১১ জন নিহত হয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৪৫ বছরের মধ্যে। কারাকাসের পূর্বে এল সুকরে এলাকায় আরও একজন নিহত হয়েছেন। সংঘর্ষে হতাহতের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

বিরোধী নেতারা অভিযোগ করছেন, সরকার ‘সশস্ত্র লুটেরাদের’ পাঠাচ্ছে তাদের সম্পদ লুট করার জন্য। বিরোধী নেতা কার্লোস ইয়েনেজ এ অবস্থাকে ‘যুদ্ধের মতো’ বলে উল্লেখ করেছেন।

বিরোধী দলের নেতারা মাদুরোকে ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দিয়েছেন। অপরদিকে মাদুরো বলছেন, বিরোধীরা শক্তি প্রয়োগ করে তার সরকারের পতন ঘটাতে চাইছে। চলমান বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলেও উল্লেখ করেছেন মাদুরো।

কারাকাসে সংঘর্ষ

ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে মলোটোভ ককটেল বা পেট্রল বোমা নিক্ষেপ করছেন।

শুক্রবার কারাকাস ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে।  

বৃহস্পতিবার কারাকাস ও ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী বিশাল জনসমাগম হয়। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। দীর্ঘদিন ধরে চলমান অর্থনৈতিক সংকটের জেরে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে গত তিন সপ্তাহ ধরে এই বিক্ষোভ চলছে। ২০১৪ সালের পরে সবচে বড় সরকার বিরোধী বিক্ষোভ এটি।

/এসএ/

সম্পর্কিত
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
ইসরায়েল ও ফিলিস্তিন ভ্রমণে কানাডার সতর্কতা
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া