X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নওয়াজকে এক সপ্তাহের আলটিমেটাম আইনজীবীদের

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১৭:৫৪আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৮:০১
image

নওয়াজ শরীফের পদত্যাগ দাবি করছেন আইনজীবীরা সুপ্রিম কোর্টের রায় প্রকাশের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পদত্যাগের জন্য এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন লাহোরের আইনজীবীরা। লাহোর হাইকোর্ট বার এসোসিয়েশন জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে নওয়াজ পদত্যাগ না করলে আইনজীবীরা ২০০৭ সালের মতোই ব্যাপক আন্দোলন গড়ে তুলবেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রী ও তার সন্তানদের বিষয়ে অনুসন্ধানের জন্য একটি যৌথ তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। কিন্তু প্রশ্ন উঠেছে, যে কর্মকর্তাদের প্রধানমন্ত্রী নিজেই নিয়োগ করেছেন, ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে ওই কর্মকর্তারা কিভাবে দুর্নীতির অনুসন্ধান সঠিকভাবে চালাতে পারেন?

শনিবার লাহোর হাইকোর্ট বার এসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ২০০৭ সালে প্রধান বিচারপতির বরখাস্তকে কেন্দ্র করে যেমন আন্দোলন হয়েছিল, নওয়াজ পদত্যাগ না করলে এর থেকেও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করলে আইনজীবীরা যে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। ওই আন্দোলনের ফলে প্রেসিডেন্ট মোশারফ ওই বিচারপতির বরখাস্তের আদেশ বাতিল করতে বাধ্য হন।   

আইনজীবীদের আন্দোলনের মুখে নওয়াজ শরীফ

সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের প্রেসিডেন্ট জুলফিকার চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবারের রায়ের পরিপ্রেক্ষিতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বব্যাপী জনগুরুত্বপূর্ণ পদে থাকা মানুষেরা এমন কেলেঙ্কারি প্রকাশিত হলে পদত্যাগ করলেও আমাদের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতায় থাকাটাই মূল কথা। এ প্রধানমন্ত্রীর অধীনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চালানো তদন্ত কিভাবে সঠিক পথে এগোতে পারে?’   

বার এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রশীদ লোধি বলেন, ‘এবারই প্রথম কোনও উচ্চ পদস্থ ব্যক্তির দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে গেছে। আদালতে তার অর্থপ্রাপ্তির বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আর আমরা তা এড়িয়ে যেতে পারি না।’

পাকিস্তানের বিরোধী দলগুলোও নওয়াজ শরীফের পদত্যাগ দাবি করছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং জামায়াত-ই-ইসলামি (জেআই) দাবি জানিয়েছে, যৌথ তদন্ত দলের অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত যেন নওয়াজ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।
/এসএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা