X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সকল ফরাসির প্রেসিডেন্ট হতে চান ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১৪:৫২আপডেট : ২৯ মে ২০১৭, ২০:৩৯
image

ইমানুয়েল ম্যাক্রন গোটা ফ্রান্সের মানুষদের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের জন্য মনোনীত প্রার্থী ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার প্রথম দফার নির্বাচনের ফলাফলে বিজয়ী ঘোষণার পর উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
রবিবার (২৩ এপ্রিল) নির্বাচনের প্রথম ধাপে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হন নির্দলীয় মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রোঁ ও উগ্র-ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পার্টির মেরিন লে পেন। ফ্রান্সের নির্বাচনি ব্যবস্থা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে যদি কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট অর্জন করতে ব্যর্থ হন, তাহলে দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেন শীর্ষ দুই প্রার্থী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রথম ধাপের নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ২৩.৭৫ শতাংশ ভোট। লা পেন পেয়েছেন ২১.৫৩ শতাংশ। তারাই এখন দ্বিতীয় ধাপে লড়বেন।
ফলাফল জানার পর রবিবার পোর্ত দে ভেরসাইলে এক বিজয় সমাবেশে স্ত্রী ব্রিজিত্তেকে নিয়ে হাজির হন ইমানুয়েল ম্যাক্রোঁ। দ্বিতীয় ধাপের নির্বাচনেও ম্যাক্রোঁ প্রতিদ্বন্দ্বী লে পেনকে টপকে যাবেন বলে বিভিন্ন জরিপে আভাস দেওয়ার পর অনেকটা আত্মবিশ্বাসের সুরই শোনা গেল ম্যাক্রোঁর কণ্ঠে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিযান জানায়, ম্যাক্রনের ভাষণ শুনে মনে হচ্ছিল তিনি চূড়ান্ত বিজয় পেয়ে গেছেন। সমর্থকরাও তখন ‘ম্যাক্রোঁ প্রেসিডেন্ট’ বলে স্লোগান দিচ্ছিলেন।
সমর্থকদের উদ্দেশে ম্যাক্রোঁ বলেন, ‘চ্যালেঞ্জটা হলো আমাদের রাজনৈতিক জীবনে নতুন এক অধ্যায় খোলা এবং এমন এক ব্যবস্থা চালু করা, যার মধ্য দিয়ে প্রত্যেকে ফ্রান্স ও ইউরোপে তার জায়গা খুঁজে পাবে।’
ম্যাক্রোঁ আরও বলেন, ‘আমি ফ্রান্সের সব মানুষের, জাতীয়তাবাদের হুমকিতে থাকা দেশপ্রেমিকদের প্রেসিডেন্ট হতে চাই।’
সাবেক ব্যাংকার ইমানুয়েল ম্যাক্রোঁ গত বছর আগস্টে অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে নিজেই পৃথকভাবে নির্বাচনের ঘোষণা দেন। ইমানুয়েল ম্যাক্রোঁ ব্যক্তিগতভাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষাবলম্বী। তিনি নিজেকে ‘ডান’ বা ‘বাম’ বলতে নারাজ।

/এফইউ/

সম্পর্কিত
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’