X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কোরীয় দ্বীপের উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে নিজের অবস্থান জানালো চীন

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১৮:০৫আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৮:০৫
image

কোরীয় দ্বীপের উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে নিজের অবস্থান জানালো চীন

কোরিয়া উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ও তাদের সঙ্গে জাপানি জাহাজের যোগ দেওয়াকে কেন্দ্র করে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় নিজের অবস্থান পরিস্কার করেছে চীন। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে পরিস্থিতি প্রতিকূলে যায় এমন কিছু করা থেকে সব পক্ষকেই বিরত থাকার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি টেলিফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শি জিনপিং বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বহির্ভূত যেকোন পদক্ষেপের বিরুদ্ধে তারা। শি বলেন, ‘চীন আশা করে সব পক্ষই নিজেদের এমন কিছু করা থেকে বিরত রাখবে যা এই অঞ্চলের পরিস্থিতি আরও প্রতিকূল করে তুলবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেখানে গিয়েছে মার্কিন রণতরী। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ড জানিয়েছিল, ‘উত্তর কোরিয়ার ক্রমাগত দায়িত্বহীন পারমাণবিক পরীক্ষা চালানো ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলার মাধ্যমে যে ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে, তা মোকাবিলার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’ কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে রণতরীটি কোরিয়ার দিকে যাচ্ছে।’

রবিবার এই বহরে যুক্ত হয়েছে দুটি জাপানি যুদ্ধজাহাজও। সামিদের ও আশিগারা নামের জাহাজ দুটি শুক্রবার জাপান ত্যাগ করেছে। ঠিক কোথায় জাহাজগুলো গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জাপান। জানা যায়, জাপানের দক্ষিণাঞ্চল থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে তাদের জাহাজ।

এর জবাবে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদমাধ্যম দ্য রোডং সিনমুনে বলা হয়, ‘আমাদের বিপ্লবী সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিধর রণতরী ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’

ফলে কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা এখন চরমে বিরাজ করছে। পূর্বে উত্তর কোরিয়ার মিত্র ছিল চীন। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষায় ক্ষুব্ধ হয়েছে তারা। দেশটির প্রতি বরাবরই পারমাণবিক পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

শি জিনপিং জানান, শান্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট সব দেশকে একভাবে চিন্তা করা জরুরি। আর সবার সঙ্গেই কাজ করতে ইচ্ছুক চীন।

মঙ্গলবার দেশটি কোরিয়ান পিপল আর্মির ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এখন পর্যন্ত পাঁচবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। গতবছরই দুইবার চালায়। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরিজ মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এরকম দিবসে বরাবরই পারমাণবিক পরীক্ষা চালিয়ে আসছে দেশটি।

নির্বাচনী প্রচারণায় বরাবরই চীনের বিপক্ষে কথা বলেছেন ট্রাম্প। তবে বিগত কয়েক দিনে চীনের ব্যাপারে খুবই ইতিবাচক ছিলেন তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দুই প্রেসিডেন্টের আলাপে ইতিবাচক ফল উঠে এসেছে যা দুই দেশ ও বিশ্বের জন্য মঙ্গলজনক।

সূত্র: রয়টার্স

/এমএইচ/

সম্পর্কিত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
সর্বশেষ খবর
৮ টাকার ঘুমের ইনজেকশন দিয়ে ৬০০ টাকার পেথিড্রিন!
৮ টাকার ঘুমের ইনজেকশন দিয়ে ৬০০ টাকার পেথিড্রিন!
নিলয়ের সঙ্গে হ্যাটট্রিক করলেন পাকিস্তানের শারিক
নিলয়ের সঙ্গে হ্যাটট্রিক করলেন পাকিস্তানের শারিক
আলুর দাম বাড়ার কারণ কৃষি কর্মকর্তাদের কাছে জানতে বললেন প্রতিমন্ত্রী
আলুর দাম বাড়ার কারণ কৃষি কর্মকর্তাদের কাছে জানতে বললেন প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতিতে বিরাট সম্ভাবনা নিয়ে কাজ করছে নৌ মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার