X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রজার আমার ওপর যৌন নিপীড়ন চালিয়েছে: সিএনএন সাংবাদিক

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১৮:১৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৮:২০
image

 

রজার আমার ওপর যৌন নিপীড়ন চালিয়েছে: সিএনএন সাংবাদিক ‘হুম, রজার আমার ওপর যৌন নিপীড়ন চালিয়েছে’; জোর দিয়ে বললেন সিএনএন এর একজন সাংবাদিক। ১২ বছর ফক্স নিউজে কাজ করা ওই সাংবাদিকের নাম অ্যালিসন ক্যামেরোটা। এখন তিনি সিএনএন-এর হয়ে কাজ করছেন। নিজ সংবাদ প্রতিষ্ঠানের বিশ্বস্ত সূত্রের কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি পূবর্বতী কর্মস্থল ফক্স নিউজের সাবেক  শীর্ষ ব্যক্তি রজার অ্যালিসের বিরুদ্ধে এই জোরালো অভিযোগ আনেন। অ্যালিস তার আইনজীবীর মাধ্যমে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

এর আগেও প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মী রজারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন। এইসব অভিযোগের এক পর্যায়ে গত জুলাই মাসে রজার পদত্যাগ করতে বাধ্য হন।

লৈঙ্গিক অসমতা, ধারাবাহিক যৌন নিপীড়ন এবং বর্ণবাদের অভিযোগে সাম্প্রতিক সময়গুলোতে ভয়াবহ তোপের মুখে রয়েছে ফক্স নিউজ। ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিক্ষোভ সংঘটিত হয়েছে। বিজ্ঞাপনদাতাদের বয়কটেরও শিকার হয়েছে ফক্স।  ঠিক এমন সময়ে পদত্যাগে বাধ্য হওয়া এর শীর্ষ ব্যক্তিত্ব রজারের বিরুদ্ধে আবারও সরাসরি নিপীড়িত হওয়ার অভিযোগ তুললেন একজন নারী সাংবাদিক।

রজারের বিরুদ্ধে পরোক্ষ যৌন নিপীড়নের (আউট অব বডি এক্সপেরিয়েন্স) অভিযোগ তুলেছেন ক্যামেরোতা। তিনি অভিযোগ করেন, রজার তাকে চাকরির উন্নতির স্বার্থে হোটেলে দেখা করতে প্ররোচিত করেছিলেন। বলেছিলেন, ‘আমাদের পারস্পরিক চেনাজানা জোরালো হওয়া দরকার। সেটা এই অফিসে বসে সম্ভব না। একটা হোটেলই হতে পারে উপযুক্ত স্থান।’

ক্যামেরোতা অ্যালিসন

ক্যামেরোতা জানিয়েছেন, এর উত্তরে তিনি বলেছিলেন যে তিনি রজারের কথা বুঝতে পেরেছেন। রজার তার সঙ্গে যা করেছেন, তার কারণে তিনি সরাসরি যৌন নিপীড়নের শিকার না হয়েও পরোক্ষ নিপীড়নের শিকার হয়েছেন। ঘুমে থাকাকালীন রজারের নিপীড়নমূলক কথাগুলো স্বপ্নে তার ভেতরে প্রতিধ্বনিত হয়।

সেই  সময়ের অনুভূতি নিয়ে ক্যামেরোতা বলেন, ‘আমার মনে এমন কিছু গেঁথে গেছে যে মনে হচ্ছিলো সব শেষ। মনে হচ্ছিলো, এই প্রতিষ্ঠানে আমার সময় কি তবে শেষ হয়ে গেল? কথা না শুনলে কি আমার চাকরি চলে যাবে।’

ক্যামেরোতা আরও বলেন, ‘আমি জানতাম, কোনওভাবেই আমি সেই হোটেলে যাব না। তবে জানতাম না ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করছে। সে সময় আমার ক্যারিয়ার ও আমার সব অর্জন হুমকির মুখে পড়েছিল।’

রজার অ্যালিস

এরপর অ্যালিস অন্যভাবে এগোতে থাকে বলে অভিযোগ করেন ক্যামেরোতা। তিনি বলেন, ‘এরপর আর যৌন হয়রানি নয়, এরপর মানসিকভাবে আমাকে হয়রানি করতে থাকে সে।’

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে অ্যালিসের আইনজীবী ক্যামেরোতার অভিযোগ অস্বীকার করেছেন। সুসান এসট্রিচ নামের ওই আইনজীবী বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। রজার অ্যালিস কখনোই এমন কোনও আলোচনা করেন নি। এছাড়া কাল্পনিক এই সম্পর্ক ও ফক্স নিউজের সম্পাদকীয় নীতির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

৭৬ বছর বয়সী রজার অ্যালিসের বিরুদ্ধে প্রথম যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন সাংবাদিক গ্রিটচেন কার্লসন। তিনি বলেছেন, রজার তার সঙ্গে যৌন সুবিধা নেয়ার চেষ্টা করেছেন। দ্বিতীয় অভিযোগকারী ফক্স নিউজের নারী সাংবাদিক মেগান কেলি একই অভিযোগে রজারের বিরুদ্ধে মামলা করেছেন। এবার তৃতীয় ব্যক্তি হিসেবে ওই অভিযোগ তুললেন অ্যালিস ক্যামেরোতা।

দ্বিতীয় অভিযোগকারী কেলি সম্ভবত এমন অভিযোগ আনা ফক্স নিউজের উচ্চ পর্যায়ের নারী সাংবাদিক। তিনি তদন্তকারীদের বলেছেন, কয়েক বছর আগে তাকেও যৌন হয়রানি করেন রজার অ্যালিস। ফক্স নিউজের একজন উপস্থাপিকা কেলি। নিউ ইয়র্ক ম্যাগাজিন লিখেছে, কেলি তদন্তকারীদের বলেছেন, রজার অ্যালিস এখন থেকে প্রায় ১০ বছর আগে তা চান। ওই সময় কেলি ছিলেন একজন তরুণ সাংবাদিক।

/বিএ/

সম্পর্কিত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি