X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চীনা প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশি গ্যাসক্ষেত্র বিক্রি করছে শেভরন

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৭, ১৮:৫৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৮:৫৯
image

চীনা প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশি গ্যাসক্ষেত্র বিক্রি করছে শেভরন

বাংলাদেশের তিনটি গ্যাস ক্ষেত্র চীনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছে শেভরন কর্পোরেশন। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন প্রতিষ্ঠান শেভরন ২০০ কোটি ডলারে চীনা কোম্পানির কাছে তিনটি গ্যাসক্ষেত্র বিক্রি করতে যাচ্ছে। এই চুক্তি সম্পন্ন হলে এটাই হবে দক্ষিণ এশিয়ার জ্বালানি খাতে চীনের সবচেয়ে বড় বিনিয়োগ। এই অঞ্চলে এখন পর্যন্ত জাপান ও ভারতই এত বড় বিনিয়োগ করেছে।

বাংলাদেশের গ্যাসের অর্ধেকের বেশি সরবরাহ আসে এই তিনটি ক্ষেত্র থেকে। হিমালয়া এনার্জি নামে এক চীনা প্রতিষ্ঠানের কাছে এগুলো বিক্রি করতে যাচ্ছে শেভরন। হিমালয়া চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেনহুয়া অয়েল ও ইনভেস্টমেন্ট ফার্ম সিএনআইসি করপোরেশনের মালিকানাধীন।

২০১২ সালে হংকংয়ে ব্যবসা শুরু করে সিএনআইসি। চীনা কোম্পানিগুলোকে দেশের বাইরে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা করে এই ইনভেস্টমেন্ট ফার্মটি। ফেব্রুয়ারিতে প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশের গ্যাসক্ষেত্র কেনার জন্য শেভরন এর সঙ্গে একটি প্রাক চুক্তি করেছে জেনহুয়া অয়েল।

সোমবার রয়টার্সকে পাঠানো এক ইমেইলে প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানান, ‘বাংলাদেশ নিয়ে আমাদের আগ্রহের কারণে শেভরনের বাংলাদেশি প্রতিষ্ঠান বিক্রি নিয়ে চুক্তি হয়েছে। চুক্তির পরিমাণ এখনও প্রকাশ করা হচ্ছে না। আর বিস্তারিত এখনই জানানো সম্ভব নয়।’

চুক্তির ব্যাপারে নিশ্চিত করেছেন জেনহুয়ার একজন মুখপাত্রও। তিনি জানান, চুক্তি সম্পন্নের বিষয়টি চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভর করবে।

এই গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন করা সব গ্যাসই বিক্রি করে শেভরন। বাংলাদেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলাকে বছরে ১৬ মিলিয়ন টন তেলের সমপরিমাণ গ্যাস বিক্রি করে তারা। জ্বালানি সম্পদ বিক্রয়ের ক্ষেত্রে যে কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশ সরকারের।

জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, জ্বালানি বিষয়ক ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেনজি বাংলাদেশের এ বিষয়ে পদক্ষেপ নেওয়া লাভজনক হবে কিনা তা খতিয়ে দেখছে। রয়টার্সে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমরা হুটহাট করে কোনও সিদ্ধান্ত নিতে পারি না। আমরা উড ম্যাকেনজির প্রতিবেদন হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেবো। আমরা বিশ্বাস করি শেভরন আমাদের অনুরোধ রাখবে।

শেভরনের মুখপাত্র জানান, নতুন মালিকানার সম্ভাবতাসহ অন্যান্য ব্যবসায়িক সাফল্যে বাংলাদেশ সরকারের অবস্থান ‘নেতিবাচক’। তারা ঢাকার সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।

বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভিবাজার গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে ৭২০ মিলিয়ন কিউবিক ফিট গ্যাস ও ৩ হাজার ড্রাম তরল হাইড্রোকার্বন উত্তোলন করা হয়। ২০১৫ সালের অক্টোবরে শেভরন জানিয়েছিল, ২০১৭ সালের মধ্যে তারা তাদের ১০ বিলিয়ন ডলারের সম্পত্তি বিক্রি করে দেবে। এর মধ্যে বাংলাদেশি গ্যাসক্ষেত্র ও ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের জিওথার্মাল প্রকল্পও ছিল।

সূত্র: রয়টার্স

/এমএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা