X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পার্টি প্রধানের পদ ছাড়লেন লে পেন

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ০৮:৪১আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ০৯:৩৬
image

মেরিন লে পেন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে পৌঁছানোর একদিন পরই উগ্র-ডানপন্থী পার্টি ন্যাশনাল ফ্রন্ট (এফএন) প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেরিন লে পেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ টিভিকে তিনি জানিয়েছেন, ‘দলীয় সমর্থনের উর্ধ্বে থাকার জন্য’ তিনি এ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি বলেছেন, সাময়িক সময়ের জন্যই তিনি দলীয় পদ থেকে সরে যাচ্ছেন।

ফ্রেঞ্চ টিভিকে তিনি আরও বলেছেন, ‘এখন থেকে আমি ন্যাশনাল ফ্রন্টের প্রেসিডেন্ট নই। আমি ফরাসি প্রেসিডেন্ট প্রার্থী।’ দেশকে এক ‘সন্ধিক্ষণে’ নেতৃত্ব দেওয়ার জন্য এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

দ্বিতীয় পর্বে লড়াইয়ের সুযোগ পাওয়ার পর তিনি বলেছেন, ‘আমরা জিততে পারি, আমরাই জিতবো।’

তবে জনমত জরিপে দেখা গেছে, এখনও লে পেনের চেয়ে অনেক বেশি সমর্থন রয়েছে দ্বিতীয় পর্বে তার প্রতিদ্বন্দ্বী নির্দলীয় মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রনের। লে পেন যেখানে মাত্র ৩৮ শতাংশের সমর্থন পাচ্ছেন, সেখানে ম্যাক্রনের রয়েছে ৬২ শতাংশের সমর্থন।

প্রথম পর্বের নির্বাচনে ম্যাক্রন পেয়েছেন ২৩.৭৫ শতাংশ ভোট। লে পেন পেয়েছেন ২১.৫৩ শতাংশ। পরাজিত প্রার্থী ডানপন্থী রিপাবলিকান পার্টির নেতা ফ্রাঁসোয়া ফিলন পেয়েছেন ১৯.৯১ শতাংশ ভোট। অপর পরাজিত প্রার্থী কট্টর বামপন্থী জ্যঁ-লুক মেলেঁকন পেয়েছেন ১৯.৬৪ শতাংশের সমর্থন। অন্য সাত প্রার্থীর মধ্যে ছিলেন সোশ্যালিস্ট পার্টির বেনয় হ্যামন, দুই ট্রটস্কিবাদী, তিন উগ্র-জাতীয়তাবাদী এবং এক সাবেক পুলিশ কর্মকর্তা।

২০১১ সালের জানুয়ারি থেকে লে পেনই ন্যাশনাল ফ্রন্টের প্রধান রয়েছেন। এর আগে তার বাবা ও দলটির প্রতিষ্ঠাতা জ্যঁ-মেরি লে পেন দলের দায়িত্বে ছিলেন।

/এসএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী