X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্লাস্টিক বর্জ্য সরাবে শুঁয়োপোকা!

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ১৩:০৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৩:০৫
image

শুঁয়োপোকা বিশ্বব্যাপী জমে থাকা প্লাস্টিক বর্জ্য মোকাবিলায় বিজ্ঞানীরা এক শুঁয়োপোকাকে কাজে লাগানোর কথা বলছেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটির গবেষকরা এক প্রজাতির শুঁয়োপোকার কথা জানিয়েছেন, যা মৌচাকের মোম খেয়ে বেঁচে থাকে। এগুলো প্লাস্টিকও খেয়ে হজম করতে পারে বলে তারা জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ওই গবেষকদের পরীক্ষায় দেখা গেছে, লার্ভাগুলো মৌচাকের মোমের মতোই প্লাস্টিকের রাসায়নিক বন্ধন ভেঙে তা হজম করে নিচ্ছে। ওই শুঁয়োপোকার নাম গ্যালারিয়া মেলোনেলা। এগুলো এক ঘণ্টার মধ্যেই কোনও প্লাস্টিক ব্যাগ ফুটো করে ফেলতে পারে।

ক্যামব্রিজ ইউনিভার্সিটির বায়োক্যামিস্ট এবং ওই গবেষণা দলের অন্যতম সদস্য ড. পাওলো বোমবেলি জানান, ‘শুঁয়োপোকা দিয়ে আমরা শুরু করছি। আমাদের বুঝতে হবে এটা কোন প্রক্রিয়ায় কাজ করছে। আশা করছি, প্লাস্টিক বর্জ্যের সমস্যা মোকাবিলায় আমরা শিগগিরই প্রযুক্তিগত সমাধান দিতে পারবো।’  

প্রাকৃতিকভাবে প্লাস্টিকের ক্ষয় প্রক্রিয়ার রাসায়নিক রহস্য উদঘাটন সম্ভব হলে তা প্লাস্টিক বর্জ্য মোকাবিলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়া তরান্বিত করার জন্য ওই গবেষকরা কাজ করছেন। গবেষকদের ধারণা, প্লাস্টিকের রাসায়নিক গঠন ভেঙে ফেলতে ওই শুঁয়োপোকা ব্যাপক ভূমিকা রাখতে পারে।

পলিথিন খাচ্ছে শুঁয়োপোকা

বোমবেলির সহকর্মী স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ সেন্টারের ড বেরতোচিনি বলেন, ‘আমাদের সাগর, নদী, পুরো প্রকৃতিকে প্লাস্টিক বর্জ্যের অনিবার্য পরিণতি থেকে রক্ষা করতে আমরা এ গবেষণার ফলাফল টেকসই পথে ব্যবহারের পরিকল্পনা করছি।’  

তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের পরিবেশের মাঝে পলিথিন পুঁতে ফেলে যথার্থতা দাবি করতে পারি না। কারণ এখন আমরা জানি কিভাবে ওই প্লাস্টিকদের ভেঙে ফেলা যায়।’   

পুরো গবেষণাপত্রটি কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, বিশ্বে প্রতিবছর প্রায় ৮০ মিলিয়ন টন প্লাস্টিক পলিথিন উৎপাদন হয়। তা শপিং ব্যাগ বা খাবারের প্যাকেটে ব্যবহৃত হয়। অথচ এগুলো পুরোপুরি প্রকৃতিতে মিশে যেতে কয়েকশ’ বছর লেগে যেতে পারে।

/এসএ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া