X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আসছে শেখ হাসিনার ভিশন ২০৪১

ললিত কে ঝা, ওয়াশিংটন
২৫ এপ্রিল ২০১৭, ১৬:২০আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৮:৩৮
image

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভিশন ২০৪১ সম্পর্কে বলতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, ২০২২ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত ২০ বছরের জন্য একটি পরিকল্পনা সম্পন্ন করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সাল থেকেই সেই ইশতেহার (ভিশন ডকুমেন্ট) তৈরির কাজ শুরু হবে। ৩ বছরে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া। এই ইশতেহারের সারসংক্ষেপ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে পরিকল্পনার পুরোটা জানবেন প্রধানমন্ত্রীসহ মাত্র তিন/চারজন।
বাংলা ট্রিবিউনকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ভিশন ২০২১ সম্পর্কে তিনি জানান, সরকার নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন/চারজনের একটি দল নিয়ে এই পরিকল্পনা প্রণয়ন করবেন।
অর্থমন্ত্রী আরও জানান, ২০০৪ সালে যখন সরকার পরিচালনার দায়িত্বে ছিল না, তখনও এমন একটি ইশতেহার তৈরি করেছিলেন তারা। ২০০৮ সালে গিয়ে সেই ডকুমেন্ট তৈরির কাজ শেষ হয়েছিল। উল্লেখ্য, ভিশন ২০২১-ই ২০০৮ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ছিল।  

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের মধ্যকার বসন্তকালীন বার্ষিক বৈঠকে যোগ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেছেন অর্থমন্ত্রী। সেখানেই বাংলা ট্রিবিউনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মিলিত হন তিনি। উন্নত দেশে রূপান্তরিত হওয়ার লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে অর্থমন্ত্রী জানান, মাথাপিছু আয়ের বৃদ্ধিতে বড় ধরনের পরিবর্তন আসবে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আশা করছি ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। আমরা সরকার হিসেবে নয়, দল হিসেবে কাজ শুরু করব। ২০১৮ সালের শেষ নাগাদই কিছু মেনিফেস্টো ও কিছু লক্ষ্য নির্ধারণ করবো।’
এ রকমেরই একটি ডকুমেন্ট তৈরির পূর্ব অভিজ্ঞতা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, ২০০৮ সালে একই রকমের একটি ইশতেহার তৈরি করেছিলেন তারা। এতে সময় লেগেছিল ৪ বছর। মুহিত বলেন, ‘জনসাধারণের কাছে এটি ১৬ পৃষ্ঠার একটি ডকুমেন্ট হলেও কয়েকজনের কাছে তা ১০০ পৃষ্ঠার ডকুমেন্ট।’
মুহিত জানান, প্রধানমন্ত্রী একইভাবে নতুন পরিকল্পনাটি সম্পন্ন করতে চাইছেন। এবারও প্রধানমন্ত্রী ছাড়া মাত্র ৩/৪জন এই প্রক্রিয়ায় জড়িত থাকবেন। তিনি বলেন, ‘একই ধরনের একটি ডকুমেন্ট ২০২১ সাল নাগাদ তৈরি করতে চান তিনি (প্রধানমন্ত্রী)। এটি হলো ২০৪১ সালের জন্য ভিশন ডকুমেন্ট। আমার মতে, দলের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ কাজ। আগের পরিকল্পনাটিও আমি করেছিলান, তাই জানি, এর সঙ্গে কতোটা নিষ্ঠার সঙ্গে জড়িয়ে থাকতে হয়।’
২০১৮ সালে তিনি অবসরে যাচ্ছেন বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

বাংলা ট্রিবিউনকে অর্থমন্ত্রী জানান, গত কয়েক বছর ধরে ভারত-বাংলাদেশ সম্পর্ক বেশ ভালো অবস্থায় আছে। তিনি বলেন, ‘মনমোহন সিং-এর সময় থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক ভালো পর্যায়ে পৌঁছেছিল। তার ক্ষমতা হস্তান্তরের পর আমরা নিশ্চিত ছিলাম না যে কী ঘটতে যাচ্ছে। তবে মোদির বাংলাদেশ সফরের মধ্য দিয়েও আমরা আবারও আশ্বস্ত হয়েছি। আমি মনে করি, তিনি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছিলেন যে যা কিছু আলোচনায় রয়েছে তা বন্ধ করা উচিত নয়। আগের সরকারের আমলে যেখানে এসে আলোচনা থেমে গিয়েছিল সেখান থেকে তা অবিরত থাকা উচিত।’

আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে বলতে গিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ‘ভুটান, ভারত এবং বাংলাদেশ একটি প্রকল্পের আওতায় কাজ করছে যেন ভুটানে বাংলাদেশি জনগণের জন্য ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। আর তা ভারত হয়ে বাংলাদেশে নিয়ে আসা হবে।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের জন্য এ বিদ্যুকেন্দ্রটি করবে ভুটান। সে বিদ্যুৎ পাঠানোসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অনুমতি প্রয়োজন ছিল। সেগুলো এখন সব ঠিকঠাক আছে। এখন এ কাজ চলবে।’ একই ধরনের একটি প্রকল্প নেপালেও চলছে। আর সেখান থেকেও বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসা হবে ভারত হয়ে।

অর্থমন্ত্রী বলেন, ‘যা যা সংযোগ দরকার তা সরবরাহ করতে ভারত রাজি হয়েছে এবং আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি। কিন্তু নেপাল কিংবা অন্য কোনও জায়গা থেকে বিদ্যুৎ আনতে চাইলে সেখানে ভারতের কাছ থেকে আরেকটু বেশি সংযোগের প্রয়োজন হয়।’ 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া