X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ফেসবুকে সন্তান হত্যার লাইভ সম্প্রচার

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ১৯:৩৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৯:৩৬
image

 

ফেসবুকে সন্তান হত্যার লাইভ সম্প্রচার নিজের ১১ মাস বয়সী কন্যাকে হত্যার ঘটনা ফেসবুক লাইভে সম্প্রচার করলেন এক থাই নাগরিক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স থাই পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সন্তানকে হত্যার পর উতিসান ওংতালায় নামের ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, কন্যাকে হত্যার দুইটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন উতিসান। ২৪ ঘণ্টার মধ্যে তার ফেসবুক পেজ থেকে ভিডিও একসেস করতে সক্ষম হয় পুলিশ। একদিন ভিডিওটি ফেসবুকে সক্রিয় থাকার পর মঙ্গলবার স্থানীয় সময় বিকালে ভিডিওটি মুছে ফেলা হয়।

গত সপ্তাহে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, যেকোন সহিংস ও আপত্তিকর ফুটেজ তারা খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে এক বয়স্ক ব্যক্তিকে খুনের সময় সেই ঘটনা লাইভে সম্প্রচারা করা হয়েছিল। এরপর এসব ঘটনা নজরদারির পদক্ষেপ নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

থাইল্যান্ডের ওই ভিডিওতে দেখা যায়, উতিসান ওংতালায় নামের ওই ব্যক্তি তার মেয়ের গলায় দড়ি লাগিয়ে ছাদ থেকে ঝুলিয়ে দেন। উপকূলবর্তী ফুকেতে শহরের কাছেই এক পরিত্যক্ত দালানে এই ভয়াবহ ঘটনাটি ঘটিয়েছেন তিনি।

উতিসান আত্মহত্যার ঘটনা সরাসরি সম্প্রচার করেননি। তবে মেয়ের পাশেই তার মরদেহ পেয়েছে পুলিশ। এই মামলার তদন্ত কর্মকর্তা জুলাস সুভানিন বলেন, স্ত্রী তাকে ছেড়ে যাওয়াতে মানসিক সমস্যায় ভুগছিলেন উতিসান।

রয়টার্স জানিয়েছে, নিহত শিশুর মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। টেলিভিশন ফুটেজে দেখা যায়, তিনি তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন।

থাইল্যান্ডে এমন হত্যাকাণ্ডের ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছেন দেশটির পুলিশের উপ মুখপাত্র কিসানা ফাতনচারোয়েন।তিনি বলেন, ‘সম্ভবত বিদেশের কোনও ঘটনা তাকে প্রভাবিত করেছে, বিশেষ করে ক্লিভল্যান্ডের ঘটনা।’

ক্লিভল্যান্ডে সেই বয়স্ক ব্যক্তির হত্যাকাণ্ডের পর তোপের মুখে পড়ে ফেসবুক। প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছিলেন, এসব থামাতে পদক্ষেপ নেবেন তারা। নতুন এই লাইভ সম্প্রচারের পর ফেসবুক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আঞ্চলিক ফেসবুক কর্তৃপক্ষের কাছে থেকেও এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

থাইল্যান্ডের এই ঘটনায় আওয়াজ তুলেছেন থাই নাগরিকরা। একজন বলেন, ‘আমি জীবনে এতটা ভয়ংকর ভিডিও ক্লিপ দেখিনি। আমি এক সেকেন্ডও সহ্য করতে পারছিলাম না।’ রুজিরেক পোলাং নামে আরেক নাগরিক জানান, ‘কিভাবে একজন মানুষ নিজের সন্তানকে হত্যা করতে পারে? তার একাই মারা যাওয়া উচিত ছিল।’

/এমএইচ/বিএ/

 

সম্পর্কিত
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
পুতিনের দেওয়া গাড়িতে চড়ে কিমের মহড়া পরিদর্শন
সর্বশেষ খবর
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই