X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভূমিকম্প নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে জাপানি মন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৭, ১৭:০০আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৪১

মাশাহিরো ইমামুরা বিতর্কিত এক মন্তব্যের জেরে পদত্যাগে বাধ্য হয়েছেন জাপানের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মাশাহিরো ইমামুরা। বুধবার তিনি পদত্যাগের ঘোষণা দেন। ২০১১ সালে দেশটিতে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে করা তার মন্তব্য দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। মাশাহিরো ইমামুরা বলেছিলেন, সৌভাগ্যক্রমে বিপর্যয়টি টোকিওতে আঘাত না হেনে বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় আঘাত হেনেছে। তার এ মন্তব্যে জাপানিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শিনজো আবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন।

ছয় বছর আগে ওই এলাকায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এখনও সেখানকার বাসিন্দারা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। মঙ্গলবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগটি তোহোকুতে আঘাত হানায় ভালই হয়েছে। যদি এটি রাজধানীতে আঘাত হানতো তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যেত।’

২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তরপূর্ব উপকূলে একটি বড় ধরনের ভূমিকম্প ও এর প্রভাবে বিরাট সুনামি আঘাত হানে। এতে অন্তত ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন।

পদত্যাগের পর নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন মাশাহিরো ইমামুরা। তিনি বলেন, আমার কথায় তোহোকুর বাসিন্দারা কষ্ট পেয়েছেন। আমি তাদের অনুভূতিতে আঘাত করেছি। ওই মন্তব্যের জন্য আমি দুঃখিত।

যে রাজনৈতিক সমাবেশে মাসাহিরো ওই বিতর্কিত মন্তব্য করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সেখানে উপস্থিত ছিলেন। তবে মাশাহিরোর মন্তব্যের পরপরই আবে এ মন্তব্যের জন্য ক্ষমা  চান। তিনি বলেন, মাশাহিরোর কথাগুলো দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এ ধরনের মন্তব্য একেবারেই বেমানান ও অনুপযুক্ত। প্রধানমন্ত্রী হিসেবে আমি সেখানকার মানুষের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

শিনজো আবে জানান, তিনি ফুকুশিমার বাসিন্দা ও প্রবীণ রাজনীতিবিদ মাশাইয়োশি ইয়োশিনোকে মাশাহিরোর স্থলাভিষিক্ত করবেন।

এর আগে চলতি মাসের গোড়ার দিকে মাশাহিরো বলেন, সরকার ফুকুশিমার অনেক এলাকাকে বসবাসের জন্য নিরাপদ ঘোষণা করেছে। এসব এলাকার যেসব বাসিন্দা এখনও ফিরে আসেননি, তাদের এই অবস্থার জন্য তারা নিজেরাই দায়ী। সূত্র: বিবিসি, দ্য স্টার।

/এমপি/

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি