X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মেসেডোনিয়ার পার্লামেন্টে বিক্ষোভকারীদের সহিংসতা

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ১৬:১০আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৬:১২

মেসেডোনিয়ার পার্লামেন্টে সহিংসতা এক আলবেনীয় বংশোদ্ভূত রাজনীতিক স্পিকার নির্বাচিত হওয়ার পর মেসেডোনিয়ার পার্লামেন্টে বিক্ষোভকারীরা সহিংস হামলা চালিয়েছে। বৃহস্পতিবার চালানো এ হামলায় অন্তত ১০জন এমপিসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে বিরোধীদলীয় সোশ্যাল ডেমোক্র্যাট নেতা জোরানও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পার্লামেন্টের স্পিকার হিসেবে তালাত হফারিকে নির্বাচনে জোটের সিদ্ধান্তে দেশটির জাতীয়তাবাদী বিরোধী দলের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। বিক্ষোভকারীদের দাবি, আলবেনীয় স্পিকার নির্বাচিত হওয়ায় মেসেডোনিয়ার ঐক্য বিনষ্ট হবে।

পার্লামেন্টে হামলাকারীদের মধ্যে অন্তত ২০০ জন বিক্ষোভকারী মুখোশ পরা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা মেঝেতে কাঁচের ভাঙা টুকরো ও হাঁটার পথে রক্ত দেখেনে।

পুলিশ স্টোন গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং রাজনীতিবিদদের পার্লামেন্ট ভবন থেকে বের করে নিয়ে আসে।

শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১০ এমপি ও পুলিশ কর্মকর্তাসহ আহত ১০২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গত ডিসেম্বরের অসমাপ্ত নির্বাচনের পর থেকেই সংকটে আছে সাবেক এ যুগোস্লাভ প্রজাতন্ত্রের রাজনীতি । দু’বছর আগের টেলিফোনে আড়িপাতার ঘটনাকে কেন্দ্র করে মেসেডোনিয়ার রাজনৈতিক সংকট সম্প্রতি আরও ঘনীভূত হয়ে উঠেছে। মেসেডোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েভস্কি ভিএমআরও দলের সমর্থকরা দেশটিতে নতুন নির্বাচনের দাবি করছে।

জায়েভ জাতিগতভাবে আলবেনীয় দলগুলোর সঙ্গে একটি জোট করলেও একটি সরকার গঠনে তার প্রচেষ্টা আটকে দিয়েছেন প্রেসিডেন্ট। জায়েভ জোট গঠনের প্রচেষ্টা শুরু করার পর থেকেই মেসেডোনিয়ার জাতীয়তাবাদীরা রাজপথে বিক্ষোভ করে আসছেন।

মেসেডোনিয়ায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে পার্লামেন্টে হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, মেসেডোনিয়ার মোট জনসংখ্যার চারভাগের প্রায় একভাগ হচ্ছে জাতিগত আলবেনীয়। ২০১১ সালে আলবেনীয়দের বিক্ষোভের মুখে গৃহযুদ্ধ পরিস্থিতির কাছাকাছির পৌঁছে গিয়েছিল মেসিডোনিয়া।

/এসএ/এএ/

 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৪ ইউরোপীয় দেশকে সতর্ক করলো ইসরায়েল
হাঙ্গেরিতে রেস কারের ধাক্কায় নিহত ৪
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে