X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ পুলিশের জঙ্গিবিরোধী অভিযান: একজন গুলিবিদ্ধ, গ্রেফতার ছয়

অদিতি খান্না, যুক্তরাজ্য প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ১৭:৪০আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৭:৫৭
image

উইলেসডিনে পুলিশের অভিযান লন্ডনে চলমান জঙ্গিবিরোধী অভিযানের সময় এক নারীকে গুলি করেছে ব্রিটিশ পুলিশ। এছাড়া অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার(২৭ এপ্রিল) ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের লন্ডন ও কেন্টজুড়ে এ অভিযান চালানো হয়। ব্রিটিশ পুলিশের দাবি, এদিন অভিযান চালানোর মধ্য দিয়ে তারা একটি সন্ত্রাসী চক্রান্ত রুখে দিতে সক্ষম হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) লন্ডনে নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মেট্রোপলিটন পুলিশের উপ সহকারী কমিশনার নিল বাসু বলেন, “উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র পরিচালনাকারী (যেসব পুলিশ আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহারের অনুমতি পেয়েছেন) কর্মকর্তারা উত্তর লন্ডনের ‘একটি ঠিকানায় বিশেষ কায়দায় প্রবেশ করে’। চলমান জঙ্গিবিরোধী তদন্তের অংশ হিসেবে ওই ঠিকানাটিতে এতোদিন নজর রাখা হচ্ছিল।”

নিল বাসু আরও বলেন, ‘আমরা যে ধরনের গোয়েন্দা তথ্য পেয়েছিলাম তাতে ওই জায়গায় সশস্ত্রভাবে প্রবেশের দরকার ছিল। ওই অভিযান চলার সময় এক নারী গুলিবিদ্ধ হন। তিনিও ওই অভিযানের সন্দেহভাজন ছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারীর অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল। শারীরিক অবস্থার কারণে তাকে এখনও গ্রেফতার করা হয়নি। আমরা নিবিড়ভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছি।’

নিল বাসু জানান, উত্তর লন্ডনের উইলেসডিন এলাকায় অভিযান চালানোর সময় ১৬ বছর বয়সী এক কিশোর এবং ২০ বছর বয়সী এক তরুণ ও এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্টে একই অভিযানের অংশ হিসেবে ৪৩ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়। পরে একই জায়গা থেকে আরও দুইজনকে গ্রেফতার করা হয় বলে জানান নিল বাসু।

তিনি বলেন, ‘সব মিলিয়ে ওই তদন্তের আওতায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে-চারজনকে ওই নির্দিষ্ট ঠিকানা থেকে কিংবা আশপাশ থেকে আর একজনকে কেন্ট থেকে গ্রেফতার করা হয়। আর গত রাতের দিকে ওই ঠিকানায় ফেরত আসা আরও এক পুরুষ ও এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এই তদন্তের অংশ হিসেবে লন্ডনের তিনটি জায়গায় তল্লাশি চলছে। আমি মনে করি এ গ্রেফতারের মধ্য দিয়ে আমরা তাদের হুমকিকে নিয়ন্ত্রণ করতে পেরেছি।

পুলিশ ওই সন্ত্রাসী পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে পেরেছে কিনা সে প্রশ্নে ‘হ্যাঁ’ সূচক উত্তর দেন নিল বাসু।

এর আগে বৃহস্পতিবার সকালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকায় ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে ছুরিসহ এক যুবককে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তারা। সংস্থাটির নিয়মিত অভিযানের সময় সন্ত্রাসী হামলা পরিকল্পনার সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল সংলগ্ন এলাকায় হোয়াইট হল, ডাউনিং স্ট্রিট, পার্লামেন্ট স্কয়ারের মতো গুরুত্বপূর্ণ নানা স্থাপনা অবস্থিত। সন্দেহভাজন ওই যুবকের ছুরি নিয়ে ওয়েস্টমিনিস্টার এলাকায় প্রবেশের ঘটনায় পার্লামেন্ট স্ট্রিট বন্ধ করে দেয় স্কটল্যান্ড ইয়ার্ডের কর্মকর্তারা। ছুরি নিয়ে তার সেখানে প্রবেশের ব্যাপারে তদন্ত চালানো হচ্ছে।

তবে লন্ডনে গ্রেফতারের ঘটনার সঙ্গে ওয়েস্টমিনস্টারের গ্রেফতারের ঘটনার সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ।

/এফইউ/

সম্পর্কিত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বশেষ খবর
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি