X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মে দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করবেন অভিবাসীরা

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ১৯:৫০আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৯:৫৯

মে দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করবেন অভিবাসীরা আসন্ন মে দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ প্রদর্শন করবেন অভিবাসীরা। এছাড়া অভিবাসীবান্ধব মার্কিনিরাও এসব বিক্ষোভে অংশ নেবেন। এসব বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিভিন্ন নীতির প্রতিবাদ জানাবেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মিছিল-সমাবেশ থেকে ট্রাম্পের নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থানের জানান দেবেন তারা।

অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, নিউ ইয়র্ক, শিকাগো এবং লস অ্যাঞ্জেলসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভে অংশ নেবেন লাখখানেক মানুষ। ১ মে সোমবার সকালে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

মিয়ামির উপকণ্ঠে ফিনিক্সে কৃষকরা বিক্ষোভ করবেন। মিছিল নিয়ে হোয়াইট হাউস অভিমুখে যাত্রা করবেন বিক্ষোভকারীরা। সিয়াটলে অভিবাসীপন্থীদের পুঁজিবাদবিরোধী মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধের পরিকল্পনা রয়েছে তাদের।

নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশন-এর নির্বাহী পরিচালক স্টিভেন চই বলেন, আমরা অপ্রত্যাশিত কর্মকাণ্ড লক্ষ্য করছি। অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির ফলে তাদের মধ্যে এ সক্রিয়তা শুরু হয়েছে।

বিশ্বজুড়ে ১ মে শ্রমিকদের অধিকার রক্ষার দিন হিসেবে পালিত হলেও যুক্তরাষ্ট্রে তা এখন অভিবাসীদের বিক্ষোভের দিন হিসেবে পরিণত হয়েছে। ২০০৬ সালে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিল-এর প্রতিবাদে রাস্তায় নামেন প্রায় ১০ লাখ মানুষ। এরপর থেকে প্রতিবছর মে দিবসে অভিবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে আসছেন।

মে দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ করবেন অভিবাসীরা

আয়োজক ও অ্যাক্টিভিস্টরা আশা করছেন, গত কয়েক বছরের তুলনায় এবার বিক্ষোভে অংশ নেবেন অনেক বেশি সংখ্যক মানুষ। কারণ দায়িত্ব নিয়েই ট্রাম্পের অভিবাসীবিরোধী বিভিন্ন নীতি মানুষ পছন্দ করেনি। এছাড়া ট্রাম্পবিরোধী নারী শোভাযাত্রা, ব্ল্যাক লাইভস ম্যাটারস এবং মুসলিম অধিকার আন্দোলনের মতো কর্মসূচিগুলোতে অভিবাসী অধিকারকর্মীরা সক্রিয়ভাবে কাজ করেছেন। ফলে অভিবাসীদের কর্মসূচিতে তাদের দিক থেকেও সমর্থন পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন অ্যাক্টিভিস্টরা। তাদের আশঙ্কা, মে দিবসকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে নামতে পারে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের ব্যাপকতা দেখেও প্রশাসন আরও কঠোর হতে পারে।

সিইআইইউ ইউনাইটেড সার্ভিস ওয়ার্কার্স ওয়েস্ট-এর সভাপতি ডেভিড হুয়ের্তা। তিনি বলেন, আপনি যদি লস অ্যাঞ্জেলসে বসবাসরত অভিবাসী হয়ে থাকেন; তাহলে সোমবার আপনার জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে শহরতলীর বিক্ষোভে অংশ নেওয়া।

এদিকে, দায়িত্ব নেওয়ার শততম দিন উপলক্ষে অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: এপি।

/এএ/এমপি/

সম্পর্কিত
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
সর্বশেষ খবর
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা