X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: টিলারসন

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ২২:০০আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২২:৩৩

রেক্স টিলারসন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ওপর উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি একেবারেই বাস্তব। আমাদের জন্য এই অবস্থা থেকে উত্তরণের সময় এসেছে। তবে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে দেশটির সঙ্গে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অন্য দেশগুলোর প্রতি উত্তর কোরিয়াকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিদ্যমান সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করাই হবে যথাযথ পদক্ষেপ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া বা জাপানে উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার হুমকি বাস্তবসম্মত। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার সক্ষমতা অর্জনের আগে এ দুই দেশে তাদের হামলা চালানো হয়তো পিয়ংইয়ং-এর জন্য সময়ের ব্যাপার মাত্র।

এর আগে ২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়া ইস্যুতে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা অবশ্যই উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধান চাই। আমি মনে করি তিনি (কিম জং উন) যৌক্তিক হবেন। আর এখানে উত্তর কোরিয়ার সঙ্গে হতে যাওয়া এক বিশাল সংঘাত এড়ানোর পথ অবশ্যই আছে।’

হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া ওই সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘মাত্র ২৭ বছর বয়সে বাবার মৃত্যুর পর শাসন ক্ষমতায় আসেন তিনি। এ অল্প বয়সে অনেক কিছুই করা সহজ নয়। তবে আমি তাকে কৃতিত্ব দিচ্ছি না।’

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি খুবই ভালো মানুষ। আর আমি তার সম্পর্কে বেশ ‘ভালোই জানি। তিনি চীনকে ভালোবাসেন, চীনের মানুষকে ভালোবাসেন।’

চীনা প্রেসিডেন্টের উত্তর কোরিয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি জানি, তিনি তার সামর্থ্যের শেষবিন্দু দিয়ে এ বিষয়ে কিছু না কিছু করার চেষ্টা করবেন। চীনা প্রেসিডেন্ট কোনও সংঘাত দেখতে চান না।’

এদিকে বিদ্যমান উত্তেজনার মধ্যেও উত্তর কোরিয়া নিজ অবস্থানে অনড় রয়েছে। ‘মার্কিন আগ্রাসন’ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোক চল ওন বার্তা সংস্থা সিএনএন’কে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আগ্রাসী তৎপরতা বন্ধ না করলে আমরাও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করবো না।’ সূত্র: বিবিসি, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট