X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মধ্যস্থতায় কোরিয়া সংকট সমাধানের আহ্বান পোপ ফ্রান্সিসের

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৭, ০৯:৩৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ০৯:৩৮
image

পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ডে কোরিয়া উপদ্বীপে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি মধ্যস্থতাকারী দেশ হিসেবে নরওয়ের কথাও প্রস্তাব করেছেন। মিসর সফর শেষে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ এসব কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোপ সতর্ক করে বলেছেন, ‘কোরিয়া সংকট নিরসন না হলে বিশ্বের একটা বড় অংশের মানবতা বিপন্ন হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘কোরিয়ার পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে আছে। আলোচনার মধ্য দিয়েই এ সমস্যার কূটনৈতিক সমাধান হতে হবে।’

আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর সহায়তায় কোরিয়া সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন পোপ। তিনি বলেন, ‘বিশ্বে বহু সাহায্যকারী রয়েছে। এখানে অনেক মধ্যস্থতাকারীও রয়েছে। উদাহরণ হিসেবে নরওয়ের কথাই বলা যেতে পারে। তারা সাহায্যের জন্য সবসময় প্রস্তুত রয়েছে।’

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

স্থানীয় সময় শনিবার ভোরে পিয়ংইয়ংয়ের উত্তর দিকের দক্ষিণ পিয়ংগান এলাকার একটি ঘাঁটি থেকে একটি মধ্যপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর চিফ অব স্টাফ জানিয়েছে। ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা পরই পোপ কোরিয়া সংকট সমাধানের আহ্বান জানালেন।

এদিকে, মার্কিন বিমানবাহী রণতরী ভিনসন স্ট্রাইক গ্রুপকে কোরিয়া উপদ্বীপে পাঠানোর ঘোষণার পর শুরু হওয়া যুদ্ধাবস্থার মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সাবমেরিনের উপস্থিতি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী ইউএসএস মিশিগান গত মঙ্গলবার সকালে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। সাবমেরিনটির কার্ল ভিনসন রণতরীর সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে মার্কিন নৌবাহিনী জানিয়েছে।

পিয়ংইয়ং কোরিয়া উপদ্বীপে যে কোনও সামরিক মহড়াকে আগ্রাসন বলে মনে করে। তারা এর প্রতিক্রিয়ায় হুমকি দিয়েছে, ‘মার্কিন আগ্রাসন রুখতে প্রয়োজনে রণতরী ডুবিয়ে দেওয়া হবে।’

/এসএ/

সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ব্রাইটনের বিপক্ষে হাল্যান্ডকে পাচ্ছে না ম্যানসিটি
ব্রাইটনের বিপক্ষে হাল্যান্ডকে পাচ্ছে না ম্যানসিটি
ফেসবুক পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
ফেসবুক পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ