X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বন্ধ করা হয় টোকিওর পাতাল রেল

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৭, ১১:০৩আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১১:০৩
image

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বন্ধ করা হয় টোকিওর পাতাল রেল

শনিবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ১০ মিনিটের জন্য বন্ধ ছিল টোকিওর গুরুত্বপূর্ণ পাতাল রেল ব্যবস্থা। আর এ কারণে ভোগান্তিতে পড়েন প্রায় ১৩ হাজার যাত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সকাল ৬টা ৭ থেকে ৬টা ১৭ পর্যন্ত বন্ধ ছিল টকিওর রেল ব্যবস্থা। জাপানের জন্য কোনও হুমকি নেই, নিশ্চিত হওয়ার পরই রেল ব্যবস্থা পুনরায় চালু করা হয়। টোকিওর মেট্রো রেলের কর্মকর্তা হিরোশি তাকিজাওয়া বলেন, ‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে প্রথমবারের মতো রেল যোগাযোগ বন্ধ করা হয়। বড় ধরণের ভূমিকম্প ছাড়া কখনও এমন পদক্ষেপ নেওয়া হয়না।’

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহাইপ সুগা বলেন, সকাল সাড়ে পাঁচটার দিকে উত্তর পূর্বাঞ্চলে মিসাইলটি নিক্ষেপ করা হয়। জাপানের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এক ‍টুইটে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘খুবই খারাপ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, এই পরীক্ষার মাধ্যমে তারা চীনা নেতা শি জিনপিংকে অসম্মান করলো। জাপান সরকারের ধারণা উৎক্ষেপণের পর ৫০ কিলোমিটার দূরত্ব যেতে সক্ষম হয়েছিলো মিসাইলটি।

এ নিয়ে ১৫ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ‘ব্যর্থ’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যে এ পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মধ্যপাল্লার ওই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি কেএন-১৭ বলে পরিচিত। নিক্ষেপের কয়েক মিনিট পরই এটি বিস্ফোরিত হয়।

এদিকে, যুদ্ধাবস্থার মধ্যেই উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পিয়ংইয়ং-এর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যমগুলোকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন দেশটির কর্মকর্তারা। পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এবং জাতিসংঘ বেশ কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও ওই কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া।

/এমএইচ/এসএ/ 

সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী