X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মার্কিন জোটের আইএসবিরোধী যুদ্ধে নিহত ৩৫২ জন: পেন্টাগন

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৭, ২৩:২৮আপডেট : ০১ মে ২০১৭, ১১:৫৭

মার্কিন জোটের আইএসবিরোধী যুদ্ধে নিহত ৩৫২ জন: পেন্টাগন ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ইসলামিক স্টেট (আইএস) বিরোধী যুদ্ধে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৩৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তবে বেসরকারি ও মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা আরও অনেক বেশি।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএসবিরোধী মার্কিন জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি পর্যালোচনা করছে সমন্বিত যৌথ টাস্কফোর্স। মাসভিত্তিক এ পর্যালোচনায় নিহতের এ সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে। এখনও ৪২টি প্রতিবেদন পর্যালোচনা বাকি আছে।

প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ জন। ২০১৪ সালের আগস্টের পর ৮০ জন নিহতের কথা আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি তা এবার যুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিবেদনে মার্চে পরিচালিত তিনটি পৃথক হামলায় ২৬ জন নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

পেন্টাগনের বিবৃতিতে ‌ ‘অনাকাঙ্ক্ষিত বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ’ এবং ‘নিহতদের পরিবার ও ভুক্তভোগীদের প্রতি সমবেদনা’ জানানো হয়েছে।

পর্যবেক্ষণ সংস্থা এয়ারওয়ার্স জানিয়েছে, মার্কিন জোটের বিমান হামলায় ৩ হাজারেরও বেশি নাগরিক নিহত হওয়ার দাবি করে আসছে। সূত্র: রয়টাস।

/এএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়