X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে ‘সেনা হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব’ দেবে ভারত, জম্মু-কাশ্মিরে হাই এলার্ট

বিদেশ ডেস্ক
০১ মে ২০১৭, ১৯:১১আপডেট : ০১ মে ২০১৭, ১৯:১২
image

পাকিস্তানকে ‘সেনা হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব’ দেবে ভারত, জম্মু-কাশ্মিরে হাই এলার্ট ভারত-পাকিস্তান সীমান্তের গোলাগুলিতে নিজ দেশের সেনা নিহতের ঘটনায় ফুঁসছে ভারত। এ ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনীকে দায়ী করেছে তারা। নিহত সেনার দেহ বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করছে ভারতীয় সেনাবাহিনী। ঘটনার পর সমগ্র জম্মু-কাশ্মিরজুড়ে হাই এলার্ট জারি করা হয়েছে।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, সীমান্তে বন্দুক হামলার পাশাপাশি রকেট হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সংবাদমাধ্যমের একাংশ বলছে, পাকিস্তান সেনাবাহিনীর রকেট হামলায় ওই দুই সেনার প্রাণহানি হয়। তবে আরেক অংশ বলছে, গোলাগুলিতেই নিহত হয়েছেন ওই দুই ভারতীয় সেনা।

ঘটনার পর সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কৃষ্ণঘাঁটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় বিনা উসকানিতে রকেট ও মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সেখানকার দুই পোস্টে একইসঙ্গে হামলা চালানো হয়। সেনা-নৈতিকতাবিরোধী অবস্থান নিয়ে আমাদের দুই সেনাকে হত্যার পর তাদের দেহ বিকৃত করেছে পাকিস্তান’।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার ভারত-পাকিস্তান সীমান্তরেখার পাশে কৃষ্ণঘাট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, কোনও ধরনের উসকানি ছাড়াই সোমবার সকালে গুলি ছুড়তে শুরু করেন পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা।  

সেনাবাহিনীর বিবৃতিতে পাকিস্তানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা অতর্কিত হামলা চালায়। এ সময় গুলি ও স্প্লিন্টারের আঘাতে ৩ জন আহত হয়। আহত তিনজনের মধ্যে বিএসএফের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার নিহত হন। এছাড়া আহত অপর এক বিএসএফ জওয়ানের অবস্থা স্থিতিশীল রয়েছে; তবে তিনি শঙ্কামুক্ত।

এরআগে শনিবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে পুঞ্চে বিএসএফের সেনাছাউনি লক্ষ্য করে লাগাতার মর্টার হামলার অভিযোগ করে।

সেনা নিহত হওয়ার পর গোটা জম্মু-কাশ্মীরে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা অভিযোগ করেন, জঙ্গিদের ভারতে ঢোকার সুযোগ করে দিতে পাকিস্তান সেনাবাহিনী কভার ফায়ারিং করে। এবারও পাকিস্তান সেনাবাহিনী একই ঘটনা ঘটিয়েছে সন্দেহে ওই হাই এলার্ট জারি করা হয়।

গত বছর চিরবৈরী এ দুই দেশের সীমান্তের লাইন অব কন্ট্রোলের কাছে অন্তত ২২৮ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চল কমান্ডের এক বিবৃতিতে পাক সেনাবাহিনীর এ ধরনের অপ্রীতিকর হামলার জবাব যথাযথভাবে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে।

/বিএ/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া