X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পরাজয়ের দায় আমার, তবে রাশিয়া ও এফবিআইয়ের প্রভাব ছিল: হিলারি

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৭, ১৬:২৩আপডেট : ০৩ মে ২০১৭, ১৬:৩৯
image

হিলারি ক্লিনটন
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার জন্য ‘ব্যক্তিগত দায়বোধ’ স্বীকার করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। তবে রাশিয়ার হস্তক্ষেপ এবং এফবিআই পরিচালক জেমস কোমির প্রকাশ করা তদন্ত প্রতিবেদনটি নির্বাচনে নেপথ্য প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। তার দাবি, এসব কারণে প্রত্যাশিত বিজয় থেকে তাকে বঞ্চিত হতে হয়েছে।

মঙ্গলবার (২ মে) নিউ ইয়র্কে ‘উইমেন ফর উইমেন’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে সিএনএন-এর সাংবাদিক ক্রিস্টিনা আমানপোরকে হিলারি এসব কথা বলেন। 

গত নভেম্বরের নির্বাচনে পরাজয়ের প্রসঙ্গে হিলারি বলেন, ‘আমি পুরোপুরিভাবে ব্যক্তিগত দায় নিচ্ছি। আমি প্রার্থী ছিলাম, ব্যালটে আমার নাম ছিল। আমি চ্যালেঞ্জগুলোর ব্যাপারে জানি, সমস্যার ব্যাপারে জানাশোনা আছে এবং আমাদের কী ঘাটতি ছিল তাও জানা আছে। ক্যাম্পেইন পুরোপুরি নিখুঁত হয়নি। কিন্তু ২৮ অক্টোবর কোমির প্রকাশ করা চিঠি আর রাশিয়ান উইকিলিকসের প্রতিবেদনের আগ পর্যন্ত আমি জয়ের পথে ছিলাম। ওইগুলো সমন্বিতভাবে মানুষের মনে সন্দেহ ঢুকিয়েছে। যারা আমাকে ভোট দিতে চেয়েছিল তারা ভয় পেয়ে গেছে।’

গত বছরের অক্টোবরের ২৮ তারিখে তৎকালীন এফবিআই মার্কিন কংগ্রেসকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইলের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হিলারি বলেন, তার নির্বাচনী প্রচারণার শেষ ১০দিনে সব কিছু পাল্টে যায়।

হিলারি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় একটি দলের হয়ে প্রথমবারের মতো একজন নারী হিসেবে প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করেন হিলারি। সেটিও তার পরাজয়ের জন্য একটি বড় কারণ হতে পারে বলে মন্তব্য করেন সাবেক এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন,  ‘এটা সত্যি। নারীদের প্রতি বৈষম্য রাজনীতি, সমাজ এবং অর্থনীতির সার্বিক চিত্রেরই অংশ।’

তার নির্বাচনে জয়লাভ করা নারী অধিকারের জন্য বিশ্বজুড়ে একটি বড় বিষয় হতে পারতো বলে মনে করেন হিলারি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করে হিলারি বলেন, উত্তর কোরিয়ার মিসাইল এবং পারমাণবিক কার্যক্রম বন্ধের জন্য একটি আঞ্চলিক সহযোগিতা দরকার। প্রেসিডেন্ট ট্রাম্পকে ইঙ্গিত করে হিলারি বলেন, কোনও এক সকালে শুধু কিছু টুইটারে বার্তা লিখে এ সমস্যার সমাধান করা যাবে না।

হিলারি আরও বলেন তিনি এখন অ্যাক্টিভিস্টদের মতো করে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, ট্রাম্পের যেসব 'ভুল নীতি' রয়েছে সেগুলোর বিরুদ্ধে কথা বলবেন।

/এফইউ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা