X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্রেক্সিটে জোর দিয়ে থেরেসা মে-এর নির্বাচনি প্রচারণা

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৩ মে ২০১৭, ২৩:২২আপডেট : ০৩ মে ২০১৭, ২৩:২৭

থেরেসা মে ব্রেক্সিট বাস্তবায়নের ওপর জোর দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে কেউ কেউ চায় না ব্রেক্সিট আলোচনা সফল হোক। পার্লামেন্ট ভেঙে দিতে বুধবার বাকিংহ্যাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথ-এর সঙ্গে দেখা করেন থেরেসা মে। এ সময় তিনি ব্রেক্সিট ইস্যুতে জোরালো অবস্থান তুলে ধরেন।

রানির সঙ্গে সাক্ষাতে নিজের দৃঢ় নেতৃত্বে সফলভাবে ব্রেক্সিট বাস্তবায়ন এবং একটি ভালো চুক্তির বিষয়ে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

রানি দ্বিতীয় এলিজাবেথ-এর সঙ্গে সাক্ষাতের পর ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া এক বক্তব্যে ব্রেক্সিট নিয়ে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৮ জুনের নির্বাচনে যিনি বিজয়ী হবেন; তাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের জন্য সর্বোত্তম চুক্তি করতে তাকে নিরলস কাজ করে যেতে হবে। ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর যুক্তরাজ্যের জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা যদি এটাকে ভালোভাবে কাজে লাগাতে না পারি, তাহলে এর পরিণাম হবে গুরুতর।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে নির্বাচনি প্রচারণার অংশ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

থেরেসা মে

এদিকে ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসার সময় ‘ডিভোর্স বিল’ অর্থাৎ ‘বিচ্ছেদসংক্রান্ত খরচ’ বাবদ ১০০ বিলিয়ন ইউরো পরিশোধ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন থেরেসা মে প্রশাসনের ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আইনসম্মতভাবে যতটুকু পরিশোধ করা প্রয়োজন, যুক্তরাজ্য কেবল ওই পরিমাণ অর্থই পরিশোধ করবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চাহিদামাফিক অর্থ যুক্তরাজ্য পরিশোধ করবে না।

ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট বিলের পরিমাণ ৬০ বিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে ১০০ বিলিয়ন নির্ধারণ করেছে বলে ফিনান্সিয়াল টাইমসে একটি খবর প্রকাশের পর ডেভিস এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের ‘বাধ্যবাধকতাগুলোকে’ গুরুত্ব সহকারে বিবেচনা করে। তবে এক্ষেত্রে কী পরিমাণ বিল ধরা হয়েছে তা তারা দেখেননি। ইউরোপীয় ইউনিয়ন খুব তোয়াক্কা না করার আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। আইটিভির গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডেভিস।

জানা গেছে, চূড়ান্ত বিলের পরিমাণ কী হতে পারে সে বিষয়টিকে ব্রাসেলসের কর্মকর্তারা আলোচনায় টেনে আনবেন না। এ বিল নির্ধারণকে ব্রেক্সিট প্রক্রিয়ার সবচেয়ে স্পর্শকাতর বিষয় বলে মনে করা হয়।

ডেভিস জানান, এ আলোচনা একান্তভাবে শুরু হয়নি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, বিচ্ছিনতার খরচ সংক্রান্ত বিল নিয়ে আলোচনার সময় যুক্তরাজ্য থেকে একটি প্রস্তাব দেওয়া হবে। ডেভিস বলেন, ‘আমরা ভাসমান নই। এটি একটি আলোচনা। তারা তাদের দাবি উপস্থাপন করবে আর আমরা আমাদের চাওয়া জানাব।’

ব্রেক্সিট বিল কত হতে পারে তা নিয়ে বিভিন্ন পরিমাণের কথা শোনা যাচ্ছে। ইইউকে ১০০ বিলিয়ন ইউরো পরিশোধ করা হবে কিনা তা নিয়ে ডেভিসকে সরাসরি জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমরা ১০০ বিলিয়ন ইউরো দিচ্ছি না’।

/এমপি/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়