X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
ডেইলি মেইলের সচিত্র প্রতিবেদন

বাংলাদেশের ম্যানহোল যখন পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুকূপ

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৭, ১৬:২৬আপডেট : ০৪ মে ২০১৭, ১৬:২৮
image

ম্যানহেল-৭ এক সচিত্র প্রতিবেদনে বাংলাদেশের ম্যানহোল-পরিচ্ছন্নতাকর্মীদের বিপন্নতা তুলে এনেছে রক্ষণশীল ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যানহোল-কর্মীদের মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার পরও এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।  গুরুত্ব দেওয়া হয়নি কর্মীদের স্বাস্থ্যগত সুরক্ষার প্রশ্নকে। সে কারণে, খালি গায়ে ম্যানহোলের বিষাক্ত পানিতে নেমে পড়তে বাধ্য হন ওই কর্মীরা। এই মৃত্যুকূপগুলোই যেন তাদের জীবিকার যন্ত্র।

সিটি করপোরেশনের ম্যানহোল পরিষ্কারের কাজে নিয়োজিত এক পরিচ্ছন্নতাকর্মীর কাছে এসব কথা জানতে পেরেছে ডেইলি মেইল। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এমনিতেই ম্যানহোলের ভেতরে প্রবেশ খুবই ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও পরিচ্ছন্নতাকর্মীরা বলতে গেলে খালি হাতে এই কাজে নেমে যান। সুরক্ষায় ব্যবহারের জন্য তেমন কোনও যন্ত্রপাতিও ম্যানহোল কর্মীদের সঙ্গে থাকে না। মাত্র একটি লম্বা লাঠি নিয়ে তাদেরকে ম্যানহোলে নামতে হয়। নর্দমার বিষাক্ত ফেনা থেকে সুরক্ষা পেতে মুখে কোনও মাস্কও থাকে না তাদের।

প্রতিবেদনে বলা হয়, ঢাকার জনসংখ্যা ১ কোটি ৪০ লাখেরও বেশি। সম্প্রতি ভারি বৃষ্টি আর অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রায়ই এ শহরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আর ঢাকা শহরের মানুষকে এ জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করে যান পরিচ্ছন্নতাকর্মীরা।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্বেগজনকহারে মৃত্যুঝুঁকি পরিচ্ছন্নতাকর্মীদের এখনও পর্যন্ত প্রয়োজনীয় পর্যাপ্ত সরঞ্জামাদি সরবরাহ করা হচ্ছে না। তাই খালি গায়েই বিষাক্ত পানিতে নেমে কাজ না করা ছাড়া তাদের আর উপায় থাকছে না।

ঢাকা শহরের একটি ম্যানহোল পরিষ্কার করার সময় এক পরিচ্ছন্নতাকর্মীর ছবি তুলে তা প্রকাশ করেছে ডেইলি মেইল। আর সেই ছবিগুলোতেই ফুটে উঠেছে ম্যানহোল কর্মীদের দুঃখগাথা।

 

ম্যানহোল-৩

ঢাকার ম্যানহোল কর্মীদেরকে কাদাময় নর্দমায় নেমে বদ্ধ জায়গা পরিষ্কার করতে হয়।

ম্যানহোল-১

পরিচ্ছন্নতাকর্মীরা ওই নোংরা পানিতেই ডুব দেন

  ম্যানহোল-৬

 

নিরাপত্তার জন্য তাদের সঙ্গে কেবল একটি লাঠি থাকে। কোনও মাস্ক ছাড়া খালি গায়েই ম্যানহোলে নামেন তারা

 

 

ম্যানহোল-৪

প্রায়ই আশেপাশে তেলাপোকা ও পোকামাকড় থাকে। বিষাক্ত ফেনা থেকে সুরক্ষার জন্য মাস্ক থাকে না।

  ম্যানহেল-৭

খালি হাতেই ড্রেনের ময়লা পরিষ্কার করতে হয় তাদের

 

ম্যানহেল-৭ ম্যানহোলে আকস্মিক স্রোতের বেগে তলানিতে ডুবে যাওয়ার পরও গলা পর্যন্ত নিমজ্জিত থেকে কাজ করে যান পরিচ্ছন্নতাকর্মী

 

ম্যানহোল-৫ দিন দিন ম্যানহোল কর্মীদের মৃত্যুর হার বাড়তে থাকার পরও কোনও ধরনের সুরক্ষা যন্ত্রপাতি ছাড়াই তারা ম্যানহোলে নামেন

 

ম্যানহোল-৮

পরিষ্কার করার পর ম্যানহোল থেকে নিজেকে টেনে বের করে আনছেন পরিচ্ছন্নতা কর্মী



ম্যানহোল-৯

বিষাক্ত পানিতে বসেই ক্যামেরার দিকে তাকালেন ঢাকার ম্যানহোল কর্মী

/এফইউ/

 

সম্পর্কিত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
সর্বশেষ খবর
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস