X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সোমালিয়ায় জঙ্গি সন্দেহে মন্ত্রীকে হত্যা!

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৭, ১৯:১৭আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:৩৫
image

আব্দুল্লাহি শেখ আবাস সোমালিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে সেদেশের গণপূর্ত মন্ত্রী আব্দুল্লাহি শেখ আবাস নিহত হয়েছেন। রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে নিজের গাড়িতে গুলিবিদ্ধ হন ওই মন্ত্রী। নিরাপত্তা বাহিনীর দাবি, জঙ্গি ভেবে ভুল করে শেখ আবাসকে গুলি করা হয়েছে। সোমালিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

নিরাপত্তা বাহিনীর দাবি, তাদের সদস্যরা যখন টহল দিচ্ছিল তখন একটি গাড়িকে পথ আগলে রাখতে দেখে তা জঙ্গিদের বলে সন্দেহ হয়। তখন ওই গাড়িতে গুলি করে তারা।

মোগাদিসুর মেয়রের মুখপাত্র আবদিফাতাহ ওমর হালান বলেন, “আবাসকে ‘ভুল করে’ হত্যা করা হয়েছে- তারা (নিরাপত্তা বাহিনী) ভুল বুঝে তার গাড়িতে গুলি করেছে। তার আত্মার শান্তি কামনা করছি।”

সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদ ফারমাজো বলেন, রাষ্ট্রীয়ভাবে শেখ আবাসের শেষকৃত্য হবে। রাষ্ট্রীয় রেডিওর খবরে জানানো হয়েছে, এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট তার পূর্ব নির্ধারিত ইথিওপিয়া সফর বাতিল করেছেন।

সোমালিয়ার তথ্যমন্ত্রীকে উদ্ধৃত করে বিবিসি জানায়, এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বিস্তারিত জানানো হয়নি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কেনিয়ার দাদাব শরণার্থী শিবিরে বড় হয়ে ওঠা শেখ আবাস গত বছরের নভেম্বরে সোমালিয়ার কনিষ্ঠতম এমপি নির্বাচিত হন। আর গত ফেব্রুয়ারিতে মন্ত্রী হন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩১ বছর।এর আগেও বিভিন্ন সময়ে সোমালিয়ায় জঙ্গি ভেবে সরকারি কর্মকর্তাদের গুলি করে হত্যার নজির রয়েছে। তবে নিহতদের মধ্যে শেখ আবাস হলেন সবচেয়ে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা। 

১৯৯১ সালে সোমালিয়ার দীর্ঘদিনের শাসক সিয়াদ বারের ক্ষমতাচ্যুতির পর থেকে দেশটিতে সংঘাত চলছে। বর্তমানে দেশটিকে আল শাবাবের জঙ্গিদের মোকাবেলা করতে হচ্ছে। এ আল-শাবাব গোষ্ঠীর সঙ্গে আল কায়েদার সংশ্লিষ্টতা রয়েছে। এখন পর্যন্ত দেশটির বেশিরভাগ এলাকা আল শাবাবের দখলে রয়েছে।

/এফইউ/

 

সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা