X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি সেটেলারের গাড়ির ধাক্কায় ফিলিস্তিনি শিশু আহত

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৭, ১৯:২৪আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:২৭

৮ বছর বয়সী ফিলিস্তিনি শিশু ইউসুফ শাহাত ইসরায়েলের দখলীকৃত পশ্চিমতীরে এক সেটেলারের গাড়ির ধাক্কায় ৮ বছর বয়সী ফিলিস্তিনি শিশু আহত হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, ইউসুফ শাহাত নামে ওই শিশুকে হেবরন শহরের আল আহলি হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটি গুরুতর আঘাত পেয়েছেন।

বিভিন্ন মানবাধিকার সংস্থার অভিযোগ, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বাস করছে ৫ থেকে ৬ লাখ ইসরায়েলি। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনারা সেখানে সহিংস আক্রমণ চালায়। জাতিসংঘের মতে, ২০১৬ সালে এই দুই এলাকা দখলের পর এখন পর্যন্ত ১০৭ জন ফিলিস্তিনি আক্রমণের শিকার হয়েছেন। মিডল ইস্ট মনিটরের খবর থেকে ইসরায়েলি হামলার সবশেষ হামলা সম্পর্কে জানা যায়, ওই সময়ে স্কুলের সামনে দাড়িয়ে ছিল ইউসুফ।‍ গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় সে।

১৯৬৭ সালের পর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্ব আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ইসরায়েলি অধিকার সংগঠন বি’সেলেম জানায়, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরের ইহুদি বসতিতে প্রায় ৫০ লাখ ইসরায়েলি নাগরিক বাস করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তত্ত্বাবধানে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত সময়ে বসতির সংখ্যা ২৩ শতাংশ বাড়ানো হয়েছে।

ফিলিস্তিনিরা চায় পশ্চিমতীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। তবে পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে ইসরায়েল তা মানতে চায় না।

১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। তবে এতে কোনও ফলাফল আসেনি। ফিলিস্তিনি পরিসংখ্যান অধিদফতরের মতে, ১৯৬৭ সালের পর থেকে ইসরায়েলের কারাগারে চিকিৎসার অভাবে এখন পর্যন্ত অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
/এমএইচ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা