X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রথম বিদেশ সফরে সৌদি আরব ও ইসরায়েল যাচ্ছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৪ মে ২০১৭, ২৩:৫০আপডেট : ০৫ মে ২০১৭, ০৮:৪৯

ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশ সফরে চলতি মাসে সৌদি আরব ও ইসরায়েল যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রথম বিদেশ সফরেই ট্রাম্প মধ্যপ্রাচ্যের জটিল কূটনৈতিক পরিস্থিতিতে নিজেকে জড়াবেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের এ ঘোষণার বিষয়টি সামনে আসলো। যদিও এর আগেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সৌদি আরব ও ইসরায়েল সফরের কথা আগেই জানানো হয়েছিল। তবে তখন জানা যায়নি, এটাই হবে ট্রাম্পের প্রথম বিদেশ সফর।

মধ্যপ্রাচ্য দিয়ে শুরু করলেও এই সফরে ট্রাম্প ২৫ মে ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনে যোগ দেবেন। এরপর ২৬ মে সিসিলিতে জি-সেভেন সম্মেলনেও উপস্থিত হবেন।

হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সফরের অংশ হিসেবে রোমে যাত্রা বিরতি করবেন ট্রাম্প। এসময় তিনি ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ধারণা করা হচ্ছে ২৪ মে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো প্রথম এই খবর জানিয়েছে।

এদিকে, সম্প্রতি তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আর পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে ইউনেস্কো।

নির্বাচনি প্রচারণার শুরু থেকে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প স্পষ্ট করেছেন তার পররাষ্ট্রনীতির কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্যে শান্তি ও ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াই করা। ট্রাম্পের পূর্বসূরী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সৌদি আরব ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক অনেকটাই জটিল আকার ধারণ করেছিল। ওবামার বিরুদ্ধে উভয় দেশের নেতাদের অভিযোগ ছিল, দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ মিত্রের চেয়ে তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিকে গুরুত্ব দিয়েছেন।

গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরব ন্যায্য আচরণ করছে না। সৌদিকে নিরাপত্তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রকে অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে।

এর আগে মার্চ মাসে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সৌদি আরবের এক শীর্ষ উপদেষ্টা এই ঘটনাকে সৌদি-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক পট পরিবর্তন বলে আখ্যায়িত করেছেন।

ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকে পর ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় মধ্যস্ততাকারীর ভূমিকা পালনের জন্য জামাতা জ্যারেড কুশনারকে নিয়োগ দেন ট্রাম্প।

সর্বশেষ বুধবার হোয়াইট হাউসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও কোন প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে স্থিমিত প্রক্রিয়াটি শুরু হবে তা ব্যাখ্যা করেননি। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না