X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ওবামাকেয়ার এখন মৃত: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৭, ০৯:২৭আপডেট : ০৫ মে ২০১৭, ০৯:৩০
image

স্বাস্থ্যনীতি পাসের পর ট্রাম্পকে বাহবা দিচ্ছেন রিপাবলিকান নেতারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি ‘ওবামাকেয়ার’-কে মৃত বলে উল্লেখ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে নতুন স্বাস্থ্যনীতি বিলটি পাস হওয়ার পর তিনি এসব কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার ‘আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ নামের এ স্বাস্থ্যনীতিকে আইনে পরিণত করার জন্য কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস বা প্রতিনিধি পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়।

বিলটি পাস হওয়ার পর ট্রাম্প বলেন, ‘কোনও ভুল না করে এটিকে বাতিল করা হয়েছে। এখন ওবামাকেয়ার কার্যত মৃত।’

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের পরিমাণ কমে আসবে। বিমা কোম্পানিকে কম অর্থ দিতে হবে। তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো, এটা এক অসাধারণ পরিকল্পনা।’

নতুন বিলে ‘ওবামাকেয়ার’-এর বড় অংশ স্বাস্থ্যবিমাকেই বাতিল করে দেওয়া হয়েছে। ওবামাকেয়ারের বাতিল হওয়া অংশ রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্যবিমা পরিকল্পনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

এখন এ বিলটি আইনে পরিণত করতে বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। এটাই এ পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য।

স্বাস্থ্যনীতি পাসের পর ট্রাম্পকে বাহবা দিচ্ছেন রিপাবলিকান নেতারা

এর আগে দুইবার ট্রাম্পের স্বাস্থ্য বিল প্রত্যাখান করা হয়েছে। রিপাবলিকান পার্টির সদস্যরাই এই প্রস্তাব নিয়ে বিভক্ত ছিলেন। চলতি সপ্তাহের শুরুতেও কয়েকজন প্রভাবশালী রিপাবলকান জানিয়ে দিয়েছিলেন যে, তারা এই প্রস্তাবে সমর্থন জানাবেন না। বর্তমান পরিস্থিতিতে সেবা নেওয়া রোগীদের কথা মাথায় রেখেই তাদের এই অবস্থান বলে দাবি করেছিলেন তারা।

২০ মার্চ হাউস অব রিপ্রেজেন্টিটিভসে রিপাবলিকান সদস্যরা নতুন স্বাস্থ্যনীতি উপস্থাপন করেন। তখন  ট্রাম্প প্রশাসনের এ স্বাস্থ্য বিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব করা হয়।

নির্বাচনি প্রচারণায় ‘ওবামাকেয়ার’ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে বর্তমানে ওবামাকেয়ারের সেবা নেওয়া অনেক রোগী এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে।  ফলে প্রথম দফায় বিলটি নিয়ে ভোট আয়োজনে ট্রাম্পের প্রস্তাব আটকে যায়। তখন ট্রাম্প কয়েক দফা রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করেও ভোট আয়োজনে ব্যর্থ হয়েছিলেন। এরপর একটি সংশোধিত প্রস্তাব দেন ট্রাম্প। এতে করে বিলটির পক্ষে সমর্থন জানাতে শুরু করেন রিপাবলিকানরা।

/এসএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!