X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মরণেও বেহালা যার সঙ্গী হয়েছিল

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৭, ১৫:৫০আপডেট : ০৫ মে ২০১৭, ১৫:৫৪
image


বরিস ইয়াজগি শরণার্থী নৌকাডুবির সাম্প্রতিক ঘটনায় গান-পাগল এক তুর্কি তরুণ প্রাণ হারিয়েছেন। হঠাৎ করেই নিখোঁজ হওয়ার দুইদিন পর তার মরদেহ মেলে এজিয়ান সাগরে। উদ্ধারের পর তার পরিচয় শনাক্তের সূত্রও পাওয়া যায় একটি বেহালাতে। মৃত অবস্থাতেও বেহালাটি শক্ত হাতে ধরে রেখেছিলেন তিনি। যেন এটি তার প্রেমের রাজধানী। গান আর বেহালাতেই জীবনের মানে খুঁজে পাওয়া ওই তরুণের নাম বরিস ইয়াজগি। তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুল ছিল তার আবাস। শরণার্থী নৌকায় স্বপ্ন ভাসিয়ে ইউরোপকে গন্তব্য করেছিলেন ২২ বছর বয়সী বরিস। সাগরে তার সঙ্গে সঙ্গে সেই স্বপ্নও ডুবে মরেছে। আর জলে ভেসে থাকা বেহালাটি যেন বরিসের সঙ্গীতপ্রেমের গল্প বলে চলেছে। 
যে তুরস্ক ইয়াজগির আবাস ছিল, সেখানে কথিত গণতন্ত্রের নামে চলছে সর্বাত্মক এক শাসনব্যবস্থা। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ক্রমাগত নিজের ক্ষমতা বিস্তৃত করছেন। বিপরীতে কমছে মানুষের স্বাধীনতার পরিসর। তুরস্ককে এক পুলিশি রাষ্ট্র বানানোর চেষ্টা করছেন তিনি। চেষ্টা করছেন যাবতীয় ধরনের ভিন্নমত দমন করতে। ২০১৬ সালের জুলাই মাসে এক ব্যর্থ নাটকীয় সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার সুযোগ নিয়ে এরইমধ্যে লক্ষাধিক মানুষকে গ্রেফতার করেছেন এরদোয়ান। এমন দেশে তো কেউই থাকতে চায় না, ইয়াজগির মতো গান-পাগল মানুষ থাকবেন কী করে!
যুদ্ধ-সংঘর্ষ কিংবা দারিদ্র্যের কষাঘাত কিংবা উন্নত জীবনের হাতছানি; প্রতি বছর মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষকে ইউরোপের পথে ধাবিত করে। তুরস্ক মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো যুদ্ধবিধ্বস্ত নয়। দারিদ্র্যও ছিল না ইয়াজগারের পরিবারে। উন্নত জীবনের লোভ ছিল কিনা, তা জানা যায়নি। জানা যায়নি জীবনের প্রতি তার মমতা ফুরিয়ে গিয়েছিল কিনা। তবে স্বজনরা গানের প্রতি তার নিষ্ঠার কথা জানতেন। জানতেন তার একাগ্রতার কথা।
ইয়াজগি সঙ্গীত শিক্ষা নিতে বেলজিয়ামে যেতে আগ্রহী, সে কথা তার পরিবার জানত। তবে নিখোঁজ বরিস যে ইউরোপের পথে পা বাড়িয়েছেন কাউকে না জানিয়ে, সে কথা জানত না তারা। এজিয়ান সাগরের শরণার্থী বোঝাই নৌকাডুবির ধারাবাহিকতায় আসে ২৩ এপ্রিল। এদিন শরণার্থী বোঝাই নৌকা ডুবে প্রাণ হারান ১৬ জন। বরিস তাদেরই একজন ছিলেন। চলতি বছর এমন নৌকাডুবির কারণে ১১০০ এরও বেশি অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন।
এজিয়ান সাগরে শরণার্থী নৌকা ডুবে যাওয়ার খোঁজ পেয়েই উদ্বিগ্ন হয় নিখোঁজ ইয়াজগির পরিবারের সদস্যরা। পরে বেহালা হাতে তুর্কি তরুণের মরদেহের খোঁজ পাওয়ার কথা জেনেই তারা প্রায় নিশ্চিত হয়ে যায়, ওই মরদেহ বরিসের। তার ভাই সেনগিজ ইয়াজগি বলেন, ‘আমরা ছবি দেখেই তাকে চিনতে পেরেছিলাম। সে তার বেহালাকে এতই ভালোবাসতো যে ডুবন্ত অবস্থাতেও তাকে আঁকড়ে ধরে ছিল।’


বরিস তার পরিবারে সবার ছোট ছিলেন। ৯ ভাইয়ের মধ্যে কনিষ্ঠতম। কৈশোর থেকেই বেহালার প্রতি অন্যরকম টান তার। তার এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল ইস্তাম্বুল ও তুরস্কের বন্ধুরা। নাম প্রকাশে অনিচ্ছুক বরিসের সাবেক প্রেমিকা জানান, তার স্কুলের বন্ধুরা এখনও ধাক্কা সামলে উঠতে পারেনি। 
বরিসের ভাই সেনগিজ জানিয়েছেন, কর্তৃপক্ষরা বরিসের পোশাক ও বেহালা ফেরত দিয়েছেন। সঙ্গীতপিপাসু একজন মানুষের ভাই বলেই কিনা, সেনগিজ ইন্ডিপেনডেন্ট-এর কাছে যা বলেন তাতে তার বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির পরিচয় মেলে। তিনি বলেন, অন্য যে তরুণরা সেদিন ডুবে মরেছেন, তাদের দিকটাও খেয়াল করা জরুরি। বরিস তুর্কি নাগরিক বলে মিডিয়া তাকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু প্রাণ হারানো প্রতিটি মানুষেরই গুরুত্ব পাওয়া উচিত।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা
নয় বছরে প্রথম ওমরাহ, ইরানি দলের সৌদি আরব যাত্রা
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত
সর্বশেষ খবর
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ