X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নারী নিষিদ্ধ দ্বীপ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়!

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৭, ২০:২০আপডেট : ০৭ মে ২০১৭, ২০:২০

নারী নিষিদ্ধ দ্বীপ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়! জাপানের একটি দ্বীপ যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ তা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য সুপারিশ করেছে জাপান। দক্ষিণ জাপানের ওকিনোশিমা নামের দ্বীপটিতে শুধু পুরুষরা যেতে পারেন। দ্বীপ থেকে ফেরার সময় ভ্রমণকারী পুরুষেরা কোনও নিদর্শনও নিয়ে আসতে পারেন না। এমনকি ছেঁড়া ঘাসও আনতে পারেন না কেউ।

জাপানের স্থানীয় পত্রিকা আসাহি শিমবুন জানিয়েছে, দেশটির একটি উপদেষ্টা পরিষদ দ্বীপটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত করার সুপারিশ করেছে। জুলাই মাসে ইউনেস্কোর বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত নেওয়া হবে।

জাপান টাইমস-এর এক খবরে বলা হয়েছে, এই দ্বীপটিতে প্রাচীন মুনাকাটা তাইশা ওকিতুসুমিয়া উপাসনালয় অবস্থিত। এখানে সমুদ্র দেবীকে সম্মান জানানো হয়। ওকিনোশিমা দ্বীপটিতে জাহাজের নিরাপত্তার জন্য ধর্মীয় রীতি পালন করা হতো। এছাড়া চতুর্থ ও নবম শতাব্দীতে কোরীয় উপসাগর ও চীনের মধ্যে বাণিজ্য বিনিময়ের স্থল ছিল দ্বীপটি।

দ্বীপটিতে এখনও ধর্মীয় নিষেধাজ্ঞা পালন করা হয়। ফলে এই দ্বীপে শুধু পুরুষরা প্রবেশ করেত পারেন, কিন্তু নারীদের প্রবেশ নিষিদ্ধ। রীতি অনুযায়ী দ্বীপে আসা পুরুষদের প্রথমে নগ্ন হয়ে পরিচ্ছন্ন হতে হয়। দ্বীপ ভ্রমণের কোনও তথ্য কাউকে বলা যায় না। আসাহি শিমবুন পত্রিকাটির খবরে বলা হয়েছে, দ্বীপটি যদি বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায় তাহলে এসব রীতির বিষয় নিয়ে নতুন করে ভাবতে হবে। কারণ ভবিষ্যতে দ্বীপটি পর্যটন এলাকা হয়ে ওঠতে পারে।

তবে মাইনিচি ডেইলি নামের আরেকটি জাপানি পত্রিকাকে মুনাকাতা তাইশার এক কর্মকর্তা জানিয়েছেন, দ্বীপটিতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা খুব কম। আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। এমনকি বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেলেও। আমরা কঠোরভাবে দ্বীপে মানুষের আসা নিয়ন্ত্রণ করব। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন