X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ম্যাক্রোঁর সঙ্গে ব্রেক্সিট নিয়ে কথা বলেছেন থেরেসা মে

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৮ মে ২০১৭, ২০:৫৬আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:৫৩

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও ফ্রান্সের নির্বাচিত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-কে ভোটের ফল ঘোষণার পরপরই অভিনন্দন জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। টেলিফোনে অভিনন্দন জানানোর সময় ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়সহ ব্রেক্সিট নিয়ে আলোচনা করেন থেরেসা। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এই তথ্য জানিয়েছে।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, নেতারা সংক্ষিপ্তভাবে ব্রেক্সিট নিয়ে আলোচনা করেছেন। ব্রেক্সিটের পরও একটি নিরাপদ ও সমৃদ্ধ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চাওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন।

মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, তিনি বিভিন্ন যৌথ ইস্যুতে নির্বাচিত প্রেসিডেন্টের কাজ করতে আগ্রহী। যা যুক্তরাজ্য ও ফ্রান্সের ভবিষ্যৎ সহযোগিতায় দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাবে।

মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আসন্ন ন্যাটো ও জি-সেভেন সম্মেলনে বৈঠক ও আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন।

ফোন দেওয়ার আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতিতে ইমানুয়েল ম্যাক্রোঁ-কে অভিনন্দন জানায়। বুথ ফেরত জরিপে ইমানুয়েল ম্যাক্রোঁ-র জয়ী হওয়ার সম্ভাবনার বিষয়টি সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পরই এই বিবৃতি প্রকাশ করা হয়।

থেরেসা মে ছাড়াও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ম্যাক্রোঁকে অভিন্দন জানিয়েছেন। স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিওন ফরাসি নির্বাচনে ফলে উচ্ছ্বাস প্রকাশ করে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

রবিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ৬৬.৬ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উগ্র-ডানপন্থী মেরিন লে পেন পেয়েছেন ৩৩.৯৪ শতাংশ ভোট।

নির্বাচনে জয়ের পর বিজয় ভাষণে বিভক্তির বিপরীতে ঐক্যের প্রশ্নে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমি আপনাদের ক্ষোভ, উৎকণ্ঠা, শঙ্কার কথা শুনেছি। যেসব শক্তি ফ্রান্সকে বিভক্ত করে পদানত করতে চায়, আমি তাদের বিরুদ্ধে লড়াই করে যাব। আমি জাতীয় ঐক্য নিশ্চিত করবো। ইউরোপের ঐক্য নিশ্চিত করবো। পুরো বিশ্ব আজ আমাদের দিকে তাকিয়ে আছে।’

/এএ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া