X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফ্লিনের নিয়োগ নিয়ে ওবামার পরামর্শ শোনেননি ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৯ মে ২০১৭, ১৫:১০আপডেট : ০৯ মে ২০১৭, ১৫:১০
image

ফ্লিনের নিয়োগ নিয়ে ওবামার পরামর্শ শোনেননি ট্রাম্প

বিতর্কিত মাইকেল ফ্লিনকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিষেধ করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আর সে সতর্কতা উপেক্ষা করেই ফ্লিনকে জাতীয় উপদেষ্টা করেছিলেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত রুশ সংযোগ গোপন করার অভিযোগে তাকে বরখাস্ত করতে বাধ্য হন। ওবামা প্রশাসনের সাবেক কয়েকজন কর্মকর্তাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি জানিয়েছে। হোয়াইট হাউসও সেই খবর স্বীকার করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা জানান, নভেম্বরে ওভাল অফিসে আলোচনার সময় ট্রাম্পকে এ ব্যাপারে সতর্ক করেছিলেন ‍ওবামা। ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর ৪৮ ঘণ্টারও কম সময়ের মাথায় তাকে এ ব্যাপারে সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

সোমবার সিনেট প্যানেলের শুনানিতে বলা হয়, এক রুশ দূতের সঙ্গে যোগাযোগের কারণে ফ্লিন ব্ল্যাকমেইলের ঝুঁকিতে পড়েন। ফেব্রুয়ারিতে এই যোগাযোগ এবং তা নিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে মিথ্যে বলার রজেরে বরখাস্ত হতে হয় তাকে। অবসর প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফ্লিন রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলাকের সঙ্গে মার্কিন নীতি নিয়ে আলোচনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এই প্রেক্ষাপটে সোমবার (৮ মে) হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার বলেন, ‘এটা সত্যি যে ফ্লিনকে অপছন্দ করার কথা ওবামা জানিয়েছিলেন। কিন্তু এটা খুব অবাক করা কথা নয়, কারণ ফ্লিন ওবামা প্রশাসনে কাজ করতেন এবং ওবামার অনেক দুর্বলতার সমালোচনা করতেন।’

২০১৪ সালে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধানের পদ থেকে ফ্লিনকে বরখাস্তা করে ওবামা প্রশাসন। ব্যবস্থাপনার অদক্ষতার অভিযোগে এই পদক্ষেপ নেন ওবামা।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাতাকরে ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা বলেন, ফ্লিনের রুশ সংযোগের বিষয়টি ফাঁস হওয়ার আগেই তার ব্যাপারে ওবামা ট্রাম্পকে সতর্ক করেছিলেন। তার কাছে মনে হয়েছে এত বড় দায়িত্বের জন্য ফ্লিন যোগ্য নন।

নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ওবামা মাইকেল ফ্লিনের ব্যাপারে বারবার সতর্ক করার পরও তার পরামর্শ শোনেননি ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাইকেল ফ্লিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একজন সাবেক পরিচালক। শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন করে যাওয়া ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নের স্বপক্ষের নেতৃত্বস্থানীয় ব্যক্তি।

গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণের কয়েক সপ্তাহ আগে রুশ দূতের সঙ্গে ফ্লিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করেন বলে অভিযোগ রয়েছে। তবে শুরুতে সেই অভিযোগ অস্বীকার করেন ফ্লিন। কিন্তু বিষয়টি নতুন করে আলোচনায় আসে ওয়াশিংটন পোস্টে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর। ৯ সাবেক ও বর্তমান কর্মকর্তার বক্তব্যকে উদ্ধৃত করে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় প্রকৃতপক্ষে ফ্লিন নিষেধাজ্ঞা প্রশ্নে আলোচনা করেছেন। ওই প্রতিবেদন প্রকাশের একদিনেরও বেশি সময় পর ট্রাম্পও এ ব্যাপারে কিছু না জানার কথা বলেন।

/এমএইচ/এফইউ/

 

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী