X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের স্বাস্থ্য বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিক গ্রেফতার

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৭, ২২:২৭আপডেট : ১০ মে ২০১৭, ২২:৫৪

ট্রাম্পের স্বাস্থ্য বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিক গ্রেফতার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন স্বাস্থ্য বিল নিয়ে প্রশ্ন তোলার পর গ্রেফতারের শিকার হয়েছেন এক মার্কিন সাংবাদিক। পুলিশ জানিয়েছে, ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস-এর ওয়েস্ট ভার্জিনিয়া সফরকালে তার উদ্দেশ্যে চিৎকার করে প্রশ্ন ছুড়ে দেন ওই ব্যক্তি। একপর্যায়ে তিনি সিক্রেট সার্ভিসের নিরাপত্তা বেষ্টনি ভঙ্গের চেষ্টা করেন। এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

৫৪ বছরের ওই সাংবাদিকের নাম ড্যানিয়েল রালফ হেম্যান। তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার এক সফরে ওয়েস্ট ভার্জিনিয়ার রাজধানী চার্লসটনে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস এবং হোয়াইট হাউসের উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ে। তুলনামূলকভাবে অত্যধিক মৃত্যুহারের এ রাজ্যে আফিম আসক্তির বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নিরূপণে তারা এ সফরে যান।

পুলিশ বলছে, ড্যানিয়েল রালফ হেম্যান-এর বিরুদ্ধে অসদাচরণ এবং সরকারি কর্মকাণ্ডে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। পরে অবশ্য পাঁচ হাজার ডলারের বন্ডের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়।

সাংবাদিক ড্যানিয়েল রালফ হেম্যান জানান, ট্রাম্পের প্রস্তাবিত স্বাস্থ্য বিল নিয়ে একাধিকবার প্রশ্ন করার পরই তাকে গ্রেফতার করা হয়।

২০০৯ সাল থেকে সাংবাদিকতা করছেন ড্যানিয়েল রালফ হেম্যান। তিনি পাবলিক নিউজ সার্ভিস নামের একটি সংবাদমাধ্যমের হয়ে কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গ্রেফতারের শিকার হওয়ার ঘটনায় আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের শরণাপন্ন হয়েছেন হেম্যান। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতাকে নিয়ন্ত্রণের একটি ভয়ানক অপচেষ্টা।

ট্রাম্পের স্বাস্থ্য বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিক গ্রেফতার

এদিকে খোদ ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির সিনেটররা ওবামাকেয়ারের বিকল্প হিসেবে ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির বিষয়ে এখনও সংশয়ে রয়েছেন বলে জানিয়েছেন। এর ফলে কংগ্রেসের নিম্নকক্ষে পাস হওয়া স্বাস্থ্য বিলটি আটকে যেতে পারে সিনেটে। অথবা বড় কোনও সংশোধনীর মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে।

‘আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ নামের এ স্বাস্থ্যনীতিকে আইনে পরিণত করার জন্য কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস বা প্রতিনিধি পরিষদে সম্প্রতি ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়। এটাই এ পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য। পরে বিলটি আইনে পরিণত করতে বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়।

এ প্রসঙ্গে রিপাবলিকান সিনেটর জন বারাসো বলেছেন, ‘এ বিলে বহু সংশোধন প্রয়োজন।’ সিনেটের আর্থিক কমিটির প্রধান সিনেটের অরিন হাচ বলেন, ‘এ বিলে বহু পরিবর্তন দরকার, বিলটি পাস করা প্রায় অসম্ভব।’ সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘বিলটি নিয়ে আমরা সংশয়ে রয়েছি।’

নতুন বিলে ‘ওবামাকেয়ার’-এর বড় অংশ স্বাস্থ্যবিমাকেই বাতিল করে দেওয়া হয়েছে। ওবামাকেয়ারের বাতিল হওয়া অংশ রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্যবিমা পরিকল্পনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

২০ মার্চ হাউস অব রিপ্রেজেন্টিটিভসে রিপাবলিকান সদস্যরা নতুন স্বাস্থ্যনীতি উপস্থাপন করেন। তখন  ট্রাম্প প্রশাসনের এ স্বাস্থ্য বিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব করা হয়।

নির্বাচনি প্রচারণায় ‘ওবামাকেয়ার’ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে বর্তমানে ওবামাকেয়ারের সেবা নেওয়া অনেক রোগী এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করছেন অনেকে।  ফলে প্রথম দফায় বিলটি নিয়ে ভোট আয়োজনে ট্রাম্পের প্রস্তাব আটকে যায়। তখন ট্রাম্প কয়েক দফা রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করেও ভোট আয়োজনে ব্যর্থ হন। পরে একটি সংশোধিত প্রস্তাব দেন ট্রাম্প। এতে করে প্রতিনিধি পরিষদে ভোটাভুটির জন্য বিলটি উত্থাপন করা সহজ হয়।

/এমপি/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা