X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিরীয় যুদ্ধে জয়ী হবে সন্ত্রাসবাদ: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৭, ০৯:২০আপডেট : ১১ মে ২০১৭, ১৩:১১
image

সিরীয় যুদ্ধে জয়ী হবে সন্ত্রাসবাদ: জাতিসংঘ

সিরিয়ার সংঘাতে সরকার বা বিদ্রোহী কোনও পক্ষেরই জয়ী হওয়া সম্ভব নয়; মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেজ। তিনি মনে করেন, এই যুদ্ধে কেবল সন্ত্রাসবাদের জয় হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

মহাসচিব হওয়ার পর বুধবার ব্রিটেনে প্রথমবারের মতো জনতার উদ্দেশে ভাষণ দিলেন গুয়েতেরেজ। ব্রিটেনের জাতিসংঘ অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ওই ভাষণে তিনি বলেন, ‘আমাদের এখনই বুঝতে হবে যে চলমান সিরীয় যুদ্ধ কেবল বিপদই বাড়াবে। আন্তর্জাতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে উসকে দেবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে।’

গুয়েতেরেজ আরও বলেন, ‘সিরিয়ায় তাণ্ডব চালানো সব পক্ষ যখন বুঝতে পারবে যে জয়ী হওয়া সম্ভব নয়, তখন তারা নিজেদের সংযত রাখবে। এর বাইরে যুদ্ধ শেষ হওয়ার কোনও পথ নেই।’

জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আন্তর্জাতিক কূটনীতি ‘অচল’ হয়ে গেছে। তিনি বলেন, ‘বর্তমানে নিরাপত্তা পরিষদ কেবলমাত্র সেখানেই কাজ করতে পারে যেখানে আঞ্চলিক ঐক্য রয়েছে।’ লিবিয়া, দক্ষিণ সুদান ও ইয়েমেনের যুদ্ধের প্রসঙ্গেও কথা বলেন তিনি।

উগ্র জাতীয়তাবাদের উত্থান নিয়ে প্রশ্ন করলে গুয়েতেরেজ বলেন, ‘গুটিকয় মানুষ অনেক অর্থ উপার্জন করছে আর অন্যরা পিছিয়ে পড়েছে। এজন্য তারা ক্ষুব্ধ। বিশ্বজুড়ে বিরাজমান প্রকট বৈষম্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘চাকরি ও সামাজিক প্রকল্প হাতে নিয়েই এই বৈষম্য দূর করা সম্ভব।'

জানুয়ারিতে বান কি-মুনের স্থলাভিষিক্ত হন নতুন মহাসচিব। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। 

সূত্র: এএফপি 

/এমএইচ/বিএ/

 

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা