X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিদায়ী চিঠিতে যা লিখেছেন বরখাস্ত হওয়া এফবিআই প্রধান কোমি

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৭, ১৩:৪০আপডেট : ১১ মে ২০১৭, ১৪:২৮
image





বিদায়ী চিঠিতে যা লিখেছেন বরখাস্ত হওয়া এফবিআই প্রধান কোমি সদ্য বরখাস্ত হওয়া এফবিআই প্রধান জেমস কোমি তার সহকর্মীদের উদ্দেশে একটি বিদায়ী চিঠি লিখেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সেই চিঠি প্রকাশ করেছে। চিঠিতে তিনি সবাইকে নিজ দায়িত্বে অটল থাকার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের দেওয়া বরখাস্তের আদেশ নিয়ে কিছুই বলতে চাননি তিনি। কোমির সেই চিঠির ভাষান্তর তুলে ধরা হলো:



প্রিয় সহকর্মীরা,
আমি সবসময়ই বিশ্বাস করতাম প্রেসিডেন্ট যে কোনও কারণে অথবা কোনও কারণ ছাড়াই এফবিআই প্রধানকে বরখাস্ত করতে পারেন। আমার বরখাস্ত হওয়া নিয়ে কিংবা এর প্রক্রিয়া নিয়ে আমি কিছু বলতে চাই না। আশা করি আপনারাও কিছু বলবেন না। যা হওয়ার হয়ে গেছে। আমি ভালো আছি। যদিও আপনাদের সবাইকে মিস করবো।
আমি আগেও আপনাদের বলেছি, দুর্যোগের সময় মার্কিনিরা যেন এফবিআইকে শক্তিশালী, সৎ ও স্বাধীন ভূমিকাসম্পন্ন এক সংস্থা হিসেবে চিনে নিতে পারে। এফবিআই-কর্মীদের বৈশিষ্ট্য আর গুণের কারণেই এই সংস্থা ছেড়ে যাওয়া কঠিন। কর্মীরাই এফবিআইকে শ্রেষ্ঠত্ব দিয়েছে।
যারা সবসময়ই ভালো ও সঠিক কাজ করার কাজে নিয়োজিত তাদেরকে ছেড়ে যাওয়া খুবই কঠিন। আপনারা মার্কিন নাগরিকদের সুরক্ষার প্রশ্নে নিজেদের নীতিতে অটল থাকবেন বলেই আমার বিশ্বাস। তেমনটা হলে দায়িত্ব ছেড়ে যাওয়ার সময় আপনাদেরও খারাপ লাগবে। তবে মার্কিনিরা নিরাপদ থাকবে।
আপনাদের সঙ্গে কাজ করাটা আমার জীবনের অন্যতম মুহূর্ত। এজন্য সবাইকে ধন্যবাদ।
জেমস কোমি
মঙ্গলবার হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁসের তদন্ত প্রভাবিত করার অভিযোগ তুলে কোমিকে বরখাস্ত করা হয়। তবে ডেমোক্র্যাটরা দাবি করছেন, ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্তের কারণেই কোমিকে বরখাস্ত করেছে প্রশাসন। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের কথা বিবেচনা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারাহ হাকাবি স্যান্ডার্স নামের মুখপাত্র সাংবাদিকদের বলেন, গত বছর বেশ কয়েকটি ভুল পদক্ষেপ নেওয়ায় কোমির ওপর আস্থা হারান ট্রাম্প।
/এমএইচ/বিএ/

সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়