X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইসলামে তিন তালাকের অপরিহার্যতা খতিয়ে দেখছে ভারতীয় সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৭, ১৭:৩২আপডেট : ১১ মে ২০১৭, ২২:০০
image

তিন তালাকের বিরুদ্ধে প্রতিবাদ তিন তালাককে চ্যালেঞ্জ করে মুসলিম নারীদের দায়ের করা সাতটি পিটিশনের ওপর শুনানি শুরু করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। কেবল মুখ দিয়ে তিনবার তালাক উচ্চারণ করে মুসলমান স্বামীরা তাদের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারেন কিনা, সেই প্রশ্নের মীমাংসা হবে সুপ্রিম কোর্টের এই শুনানিতে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিন তালাক ইসলামের অবিচ্ছেদ্য বিষয় কিনা সেটাই খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আদালতের রায়ের পর প্রচলিত আইনের পরিবর্তন আনা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। তবে এ শুনানিতে মুসলিম পুরুষদের বহুবিবাহের ওপর কোনও রুল জারি হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিমকোর্ট।

মুসলিম ভারতীয় নারীরা তাদের পিটিশনে বলেছেন, তিন তালাক মুসলিম মেয়েদের সমানাধিকারের পরিপন্থী। একে নারীর মর্যাদা ক্ষুণ্নকারী একটা ব্যবস্থা বলেছেন তারা। ভারতীয় সংবিধানের ২৫ (১) অনুচ্ছেদে নিজস্ব ধর্মাচরণ, ধর্মপ্রচারের যে অধিকার সুরক্ষিত আছে, তালাকের বিধান তার মধ্যে তা পড়ে না বলেও উল্লেখ করা হয় পিটিশনে।

বৃহস্পতিবারই শীর্ষ আদালতে তালাক মামলার শুনানি শুরু করে প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সংবিধান বেঞ্চ। তিন তালাক প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে করা সাতটি পিটিশনের শুনানি চলবে সাতদিন ধরে।

প্রধান বিচারপতি খেহর বলেন,  প্রথমত দেখতে হবে, তিন তালাক ইসলামের অবিচ্ছেদ্য বিষয় কিনা। এটি ইসলামের অবিচ্ছেদ্য অংশ হলে দেখতে হবে, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি কিনা। দ্বিতীয়ত, বিবেচনায় নিতে হবে এই প্রথা ধর্মীয় সংস্কারমূলক কিনা। তৃতীয়ত, কোনও প্রয়োগযোগ্য মৌলিক অধিকার এই প্রথার ফলে লঙ্ঘিত হচ্ছে কিনা তাও খতিয়ে দেখতে হবে।

তবে বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, মুসলিমদের বহুবিবাহের ইস্যুটি ‌এখানে আসবে না, কারণ তিন তালাকের সঙ্গে এর সম্পর্ক নেই।

সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুযায়ী, মামলার প্রতিটি পক্ষ বেঞ্চ নির্ধারিত প্রশ্নগুলি নিয়ে দু দিন করে বলার সুযোগ পাবে, একদিন বরাদ্দ থাকবে পাল্টা বক্তব্য পেশের জন্য। কোনও পক্ষই বক্তব্যের পুনরাবৃত্তি করতে পারবে না।  প্রতিটি পক্ষই নিজের স্বপক্ষে যুক্তি পেশ করবে।

ভারতীয় মুসলিম সমাজ ১৯৩৭ সালে কার্যকর হওয়া ‘মুসলিম পার্সোনাল আইন' বা মুসলিম পারিবারিক আইন দ্বারা পরিচালিত৷

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা