X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে টিউলিপের আগাম নির্বাচনি প্রচারণা শুরু

অদিতি খান্না, যুক্তরাজ্য
১১ মে ২০১৭, ২৩:৩০আপডেট : ১১ মে ২০১৭, ২৩:৩৯

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আসন্ন আগাম নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। চলতি সপ্তাহে তিনি লন্ডনের মেয়র সাদিক খানের সমর্থন নিয়ে নিজ নির্বাচনি এলাকা হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে প্রচারণা শুরু করেন।

নিজ নির্বাচনি এলাকার ভোটারদের উদ্দেশ্যে টিউলিপ সিদ্দিক বলেন, ‘আমি এখানকার স্কুলে গিয়েছি। আমার মা-বাবা ১৯৭০ এর দশকে কিলবার্নে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আমি একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থীর কন্যা। আমি জনগণকে মনে করিয়ে দিতে চাই, আমাদের স্কুল ও ন্যাশনাল হেলথ সার্ভিসকে সুরক্ষিত রাখতে লেবার পার্টির প্রয়োজন রয়েছে। একটি কঠিন ব্রেক্সিট থামানোর বিষয়টি নিশ্চিত করতে আমাদের লেবার পার্টিকে সমর্থন দিতে হবে।’

লন্ডনের মেয়র সাদিক খান ভোটারদের সতর্ক করে দিয়ে বলেছেন, ৮ জুনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির এই আসন ধরে রাখতে টিউলিপ সিদ্দিককে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। কারণ গত নির্বাচনে এ আসনে মাত্র ১ হাজার ১৮ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছিলেন।

নির্বাচনি প্রচারণায় সাদিক খান বলেন, ‘একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। আগামী চার থেকে পাঁচ সপ্তাহ আসলেই খুব কঠিন সময়। লেবার পার্টিকে এখানে হতাশ হলে চলবে না। সাধারণ নির্বাচনের এখনও পাঁচ সপ্তাহ বাকি আছে। টিউলিপ সিদ্দিকের মতো উজ্জ্বল প্রার্থীকে নির্বাচিত করতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’

লন্ডনের মেয়র বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকের রেকর্ড রয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে তিনি প্রধানমন্ত্রীর সাপ্তাহিক প্রশ্নোত্তর সেশনে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন করেছেন।’

ব্রেক্সিট ইস্যুতে টিউলিপ সিদ্দিকের নমনীয় অবস্থানের কথাও তুলে ধরেন লন্ডনের মেয়র। তিনি বলেন, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে একটি চরম কঠিন ব্রেক্সিট বাস্তবায়নের লক্ষ্যে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। আপনারা যদি চরম কঠিন ব্রেক্সিট না চান, তাহলে ৮ জুনের নির্বাচনে টিউলিপ সিদ্দিককে ভোট দিন।’

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা (শ্যাডো কেবিনেট) থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। ব্রেক্সিট বিলের পক্ষে সমর্থন দিতে লেবার পার্টির নেতা জেরেমি করবিন-এর নির্দেশের প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। পুনরায় এমপি নির্বাচিত হলে মানুষের জন্য কঠোর পরিশ্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছেন টিউলিপ সিদ্দিক।

/এমপি/এপিএইচ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা