X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ার অপহৃত স্কুল শিক্ষার্থীদের নিয়ে বোকো হারামের নতুন ভিডিও

বিদেশ ডেস্ক
১৩ মে ২০১৭, ১৬:৩৩আপডেট : ১৩ মে ২০১৭, ১৬:৩৪
image

বোকো হারামের কাছ থেকে মুৃক্তি পাওয়া কয়েকজন শিক্ষার্থী নাইজেরিয়ার চিবক থেকে অপহৃত স্কুল শিক্ষার্থীদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম। অপহরণের তিন বছর পর বোকো হারামের কাছ থেকে নিজের বাড়িতে ফিরে আসতে রাজি না হওয়া এক নারীর বক্তব্যকে তুলে ধরা হয়েছে ভিডিওতে। তবে সেই নারী আসলেই অপহৃত শিক্ষার্থীদের কেউ কিনা কিংবা সে স্বেচ্ছায় ওই বক্তব্য দিয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, তিন মিনিটের ওই ভিডিওতে কালো নেকাব পরিহিত ও হাতে বন্দুক রাখা অবস্থায় এক নারীকে কথা বলতে দেখা গেছে। নিজের নাম মাইদা ইয়াকুবু উল্লেখ করে ওই নারী দাবি করেন, ২০১৪ সালের এপ্রিলে বোকো হারামের হাতে তাকে অপহৃত হতে হয়।

ভিডিওতে বোকো হারামের প্রতি এখন নিজের আনুগত্যের কথা জানান মাইদা। সেসময় তাকে ঘিরে ছিলেন আরও তিন নারী। ভিডিওতে পর্দার অন্তরাল থেকে এক ‘জঙ্গির’ কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। তিনি মাইদাকে জিজ্ঞেস করেন, কেন সে বাবা-মার বাড়িতে ফিরে যেতে চায় না। জবাবে ওই নারী বলেন, ‘তার কারণ তারা তারা এক অবিশ্বাসের শহরে বাস করে। আমি চাই তারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন।’

এরপর ভিডিওর বাকি অংশে চিবকের স্থানীয় ভাষায় কথা বলেন মাইদা।

তিন বছর আগে চিবক থেকে অপহৃত হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে গত সপ্তাহে সরকারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ৮২ জন নারীকে মুক্তি দেয় বোকো হারাম। পরে প্রেসিডেন্টের মুখপাত্র গারবা শেহু জানান, এক নারী সেখান থেকে ফিরে আসতে অস্বীকৃতি জানিয়েছেন। শেহু আরও জানান, বোকো হারামের এক সদস্যকে বিয়ে করায় ওই বন্দি বিনিময় চুক্তির আওতায় আসতে রাজি হয়নি সে।

২০১৪ সালের এপ্রিলে ২৭৬ জন নারীকে অপহরণ করে বোকো হারাম। সেখান থেকে ৫৭ জন পালিয়ে আসতে সক্ষম হয়। আর বাকি ২১৯ জনের মধ্যে ১০৬ জনকে পরে বিভিন্ন সময়ে মুক্তি দেওয়া হয় কিংবা উদ্ধার করা হয়। এখনও ১১৩ জন নিখোঁজ রয়েছে।

/এফইউ/

সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা