X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

১৫০ দেশে ছড়িয়ে পড়েছে সাইবার হামলা, আরও ছড়ানোর আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৭, ১৬:৪৭আপডেট : ১৪ মে ২০১৭, ২৩:৩২

১৫০ দেশে ছড়িয়ে পড়েছে সাইবার হামলা, আরও ছড়ানোর আশঙ্কা বিশ্বজুড়ে চলমান র‍্যানসমওয়্যার সাইবার হামলা আরও ছড়িয়ে পড়ছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর ল এনফোর্সমেন্ট কোঅপারেশন (ইউরোপোল) প্রধান জানিয়েছেন, রবিবার পর্যন্ত এই সাইবার হামলা ১৫০টি দেশে চালানো হয়েছে। এতে দুই লক্ষাধিক কম্পিউটার আক্রান্ত হয়েছে। সাইবার হামলাটি আরও ছড়িয়ে পড়ার হুমকি রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউরোপোল প্রধান রব ওয়েইনরাইট জানান, এই সাইবার হামলার ঘটনাটি একেবারেই আলাদা। হামলায় যে র‍্যানসমওয়্যার ব্যবহার করা হচ্ছে তা নিজেই ছড়াতে পারে। স্বয়ংক্রিয়ভাবে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, হামলার শিকার হওয়া কম্পিউটারগুলোর মধ্যে বেশির ভাগই বাণিজ্যিক প্রতিষ্ঠান। বেশ কিছু বড় কর্পোরেশনও রয়েছে।

রব আরও বলেন, এই মুহূর্তে হামলাটি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছি আমরা। আক্রান্ত কম্পিউটারের সংখ্যা বাড়ছে।  সংখ্যাটি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে উদ্বিগ্ন আমি। কারণ রবিবার সবাই ছুটিতে থাকবে কিন্তু সোমবার সকালে কাজ শুরু করার পর সংখ্যাটি নিশ্চিতভাবেই বাড়বে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কম্পিউটারগুলো প্রথম এই র‍্যানসমওয়্যার ব্যবহার করে সাইবার হামলার খবর প্রকাশিত হয়। দিনের শেষে তা বিশ্বের অন্তত ৭৪টি দেশে ছড়িয়ে পড়ে বলে জানান সাইবার নিরাপত্তা বিষেজ্ঞরা। ওইদিনই দেড় লক্ষাধিক কম্পিউটার আক্রান্ত হয়। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেন, ইতালি, ভিয়েতনাম, তাইওয়ানসহ শক্তিশালী অর্থনীতির বিভিন্ন দেশে এই সাইবার হামলার খবর পাওয়া গেছে। শনিবারও এই সাইবার হামলায় আক্রান্ত কম্পিউটার সংখ্যা বাড়তে থাকে।

সাইবার হামলায় ব্যবহৃত এই ভয়াবহ র‍্যানসমওয়্যারটি ওয়ানাক্রাই, যা ওয়ানাক্রিপ্টর ২.০ বা ডব্লিউক্রাই হিসেবে পরিচিত। র‍্যানসমওয়্যার একটি ভাইরাস যা কোনও একটি কম্পিউটারে ইন্সটল হয় মূলত কোনও ভুল লিংকে ক্লিক করার মধ্য দিয়ে। ভুল কোনও কিছু ডাউনলোড করার মধ্য দিয়েও এটা কম্পিউটারে প্রবেশ করতে পারে। কম্পিউটারে প্রবেশের পর তা পুরো ফাইল ব্যবস্থা লক করে দেয়। তখন কম্পিউটার চালু করার জন্য মুক্তিপণ দিতে হয়।

ওয়ানাক্রাই-এর ক্ষেত্রে এই ভাইরাসটি কম্পিউটারের ফাইলগুলো এনক্রিপ্ট করে ফেলে এবং ফাইলের অ্যাকসেস পেতে বিটকয়েনে মুক্তিপণ পরিশোধ করার কথা বলা হচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, মুক্তিপণ দেওয়ার পরও কম্পিউটারের পূর্ণ অ্যাকসেস পাওয়ার কোনও নিশ্চয়তা নেই। অনেক ক্ষেত্রে র‍্যানসমওয়্যার থেকে মুক্তি পেতে কয়েক সপ্তাহ লেগে যায়। আবার অনেক সময় আরও মুক্তিপণ দাবি করা হয় ফাইল ডিলেট করার হুমকি দিয়ে।

রয়টার্সের খবরে দাবি করা হয়েছে, শ্যাডো ব্রোকার্স গ্রুপের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকেই মনে করছেন গ্রুপটির সঙ্গে রাশিয়ার যোগসূত্র থাকতে পারে। সূত্র: রয়টার্স, বিবিসি।

/এএ/

সম্পর্কিত
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল