X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পুতিন যখন গায়ক ও পিয়ানো বাদক

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৭, ২৩:৩৯আপডেট : ১৪ মে ২০১৭, ২৩:৩৯

পিয়ানো বাজাচ্ছেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেজিবির সাবেক দুর্ধর্ষ গোয়েন্দা। রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে অনেক হত্যার অভিযোগ তুলেছে পশ্চিমা সরকারগুলো। ফলে ভ্লাদিমির পুতিনকে কঠোর একজন স্বৈরশাসক হিসেবেই জানে বিশ্ব। তবে মাঝে মাঝেই তিনি চমকে দেন পশ্চিমাদের। এই যেমন, রবিবার চীন সফরে এসে পিয়ানো বাজিয়ে ও গান গেয়ে সবাইকে অবাক করে দিয়েছেন।

চীনের উদ্যোগ ওয়ান বেল্ট, ওয়ান রোড এর জন্য আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বেইজিং পৌঁছেছেন পুতিন। এই সম্মেলনে ১ ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

চীন পৌঁছে রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের অপেক্ষা করছিলেন পুতিন। অপেক্ষার সময়টুকুতে পিয়ানো বাজানো শুরু করেন তিনি। শৈশবে শেখা দুটি গানের সুর বাজিয়ে শোনান তিনি। গান দুটির একটি ছিল ‘ইভিনিং সং’ এবং আরেকটি ছিল ‘মস্কো উইন্ডোজ’। এই দুটি গানই ১৯৫০-র দশকের। সোভিয়েত ইউনিয়ন আমলের স্ট্যালিন যুগের।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, পুতিনের এই গান গাওয়াটা স্বাভাবিকের মতো দেখালেও একেবারে হুট করে নয়। কারণ হাতে ক্যামেরা নিয়ে পাশেই দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। ধারণকরা ভিডিও কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমগুলোতে।

এর আগেও পুতিন বেশ কিছু কর্মকাণ্ডের মাধ্যমে চমকে দিয়েছেন। খালি গায়ে সাইবেরিয়া ঘোড়ায় চড়া, হ্যান্ডগ্লাইডারে পাখির সঙ্গে উড়ে বেড়ানে, ডলফিনের সঙ্গে সাঁতার, বৈকাল হ্রদ ও কৃষ্ণ সাগরে ডুব দেওয়ার ছবি বেশ আলোচিত হয়েছিল।

গানও গেয়েছেন এর আগে। চলতি বছরের জানুয়ারি মাসেই মস্কো স্টেট ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে গান গেয়ে চমকে দিয়েছিলেন শিক্ষার্থীদের। আর ২০১০ সালে একটি দাতব্য অনুষ্ঠানে পিয়ানো বাজিয়ে নিজেই গান গেয়েছিলেন পুতিন। সূত্র: রাশিয়া টুডে, নিউ ইয়র্ক টাইমস।

/এএ/

সম্পর্কিত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!