X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যারাকে ফিরছে আইভরির বিদ্রোহী সেনারা

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৭, ১২:০৪আপডেট : ১৭ মে ২০১৭, ১২:০৫
image

ব্যারাকে ফিরছে সেনারা সরকারের সঙ্গে আলোচনার পর পাওনা বোনাসের দাবিতে বিদ্রোহ করা আইভরি কোস্টের সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে। চার দিন ধরে চলা এ বিদ্রোহে কার্যত দেশটি অচল হয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার বিদ্রোহী সেনাদের দু’জন মুখপাত্র জানিয়েছেন, তাদের আর্থিক দাবি পূরণ হয়েছে। বিদ্রোহী সেনাদের মুখপাত্র সার্জেন্ট সেইডু কোনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘আমরা সরকারের প্রস্তাব গ্রহণ করেছি। এখন আমরা ব্যারাকে ফিরে যাচ্ছি।’

এ সেনা বিদ্রোহের মূল কেন্দ্র ছিল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বোয়াকে। সেখানকার সেনারা ঘাঁটিতে ফিরে গেছেন। অর্থনৈতিক রাজধানী আবিদজানে কোকোয়া ব্যবসা আবারও শুরু হয়েছে। বিদ্রোহী সেনারা এ ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন।

বিদ্রোহী সেনাদের অপর এক মুখপাত্র জানান, ‘আমরা বোয়াকে শহরের নিয়ন্ত্রণ পুলিশের হাতে তুলে দিয়েছি। আমরা নিজেদের ব্যারাকে ফিরে যাচ্ছি।’  

ব্যারাকে ফিরছে সেনা সদস্যরা

আইভরি কোস্টের বিভিন্ন শহরের অধিবাসীরা জানিয়েছেন, সেনা সদস্যরা দল বেঁধে শহর ছেড়ে যাচ্ছেন। আর সেখানে বিভিন্ন দোকানও খুলেছে।

এর আগে সোমবার সরকারের অপর এক প্রস্তাবে বিদ্রোহীরা রাজি হয়নি। পরে সেই রাতেই ওই প্রস্তাবে কিছু পরিবর্তন আনা হয়।

চলতি বছরের জানুয়ারিতে বিদ্রোহী সেনারা সরকারকে তাদের পাওনা বোনাসের একাংশ দিতে বাধ্য করেছিলো। চলতি বছর জানুয়ারিতে সরকার সে সময় তাদের প্রায় ৮ হাজার ডলার পাওনা পরিশোধ করে। এ মাসের মধ্যে তাদের বাকি পাওনা পরিশোধের কথা ছিল। কিন্তু পরিশোধ করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়।

২০১১ সালে দেশটির গৃহযুদ্ধের অবসানের পর প্রথমবারের মতো এমন পরিস্থিতিতে পড়েছে দেশটি।  জানুয়ারিতে বিদ্রোহ করা অনেক সেনাই পরে সেনাবাহিনীর মূল স্রোতে ফিরেছে।

/এসএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
সর্বশেষ খবর
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের