X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক আদালতে হেরে গেলো পাকিস্তান, কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৭, ১৭:৪৭আপডেট : ১৮ মে ২০১৭, ২০:৩০
image

কুলভুষণ গুপ্তচরবৃত্তির মামলায় ভারতের সাবেক নৌ কর্মকর্তা কুলভূষণ যাদবকে পাকিস্তানের আদালতের দেওয়া মৃত্যুদণ্ড স্থগিত করেছে আন্তর্জাতিক আদালত। এ মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কুলভূষণের মৃত্যুদণ্ড যেন কার্যকর না হয়, তা নিশ্চিত করতে পাকিস্তানকে সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি হেগভিত্তিক এ আদালতের রুলে বলা হয়, কুলভূষণের জন্য কনস্যুলার সুবিধা (তার সঙ্গে ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের দেখা করতে দেওয়া) চাওয়ার অধিকার ভারতের রয়েছে।
২০১৬ সালের ৩ মার্চ কূলভূষণকে বেলুচিস্তানের মাসকেল এলাকা গ্রেফতার করা হয়। পাকিস্তানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ১০ এপ্রিল পাকিস্তানের সেনা প্রধান জাভেদ বাওজা সামরিক আদালতে কূলভূষণের ফাঁসির রায় চূড়ান্ত করেন।ভারতের দাবি, যাদব নৌবাহিনী থেকে অবসরের পর ইরানে ব্যবসা করছিলেন। সেখান থেকে পাকিস্তান তাকে অপহরণ করেছে।  কুলভূষণকে কনস্যুলার সুবিধা দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে ১৬ বার অনুরোধ করা হলেও তাতে সাড়া দেয়নি পাকিস্তান। এই প্রেক্ষাপটে ৮ মে  আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয় ভারত। জাতিসংঘের আদালতের রায় আসার আগেই পাকিস্তান তার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলতে পারে বলে আশঙ্কা করছিল দেশটি।  
অবশেষে দুই পক্ষের যুক্তি-তর্কের পর বৃহস্পতিবার (১৮ মে) আন্তর্জাতিক আদালতে এগারো জন বিচারপতি বিশিষ্ট ডিভিশন বেঞ্চ পাকিস্তানের সেনা আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে। পরবর্তী নোটিস না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে জানায় আদালত। কুলভূষণের সঙ্গে ভারতীয় দূতাবাসকে দেখা করতে দেওয়া নিয়ে পাকিস্তানের আপত্তিও খারিজ করে দেওয়া হয়। আদালতের রায়ে বলা হয়,  কুলভূষণ গুপ্তচর কিনা সেটাও এখনও প্রমাণিত হয়নি; সুতরাং পাকিস্তান কোনওভাবেই এখনই সাজা কার্যকর করতে পারে না।
ভারতের প্রতিনিধি আইনজীবী হরিশ সালভের অভিযোগ, যাদবকে পাকিস্তানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, যা ন্যায়বিচারের পরিপন্থী, এতে যাদবের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।
তবে সে অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির প্রতিনিধি আন্তর্জাতিক আদালতে দাবি করেন, কুলভূষণ যাদবকে আইনি লড়াই চালানোর জন্য আগস্ট পর্যন্ত সময় ছিল। কুলভূষণ তার দোষ স্বীকার করেছেন বলেও দাবি করে দেশটি।


/এফইউ/

সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!