X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুষমাকে ধন্যবাদ মোদির

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৭, ১৮:৪২আপডেট : ১৮ মে ২০১৭, ১৮:৪৮
image

মোদি ও সুষমা ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবকে পাকিস্তান আদালতে দেওয়া মৃত্যুদণ্ডের ওপর আন্তর্জাতিক আদালতের স্থগিতাদেশে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রচেষ্টায় সফল হওয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও সংশ্লিষ্ট আইনজীবীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আদালতের রায় জানার পর সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেন মোদি। সেসময় রায়ের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি। কুলভুষণের মৃত্যুদণ্ড স্থগিত করতে আইনজীবী হরিশ সালভ ও তার দলের প্রচেষ্টার প্রশংসা করেন মোদি।

পর পর কয়েকটি টুইটের মধ্য দিয়ে সুষমা স্বরাজ নিজেও আদালতের রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ রায় কুলভুষণের পরিবার ও ভারতীয়দের জন্য স্বস্তি নিয়ে এসেছে। সুষমা আরও বলেন, ‘সাবেক এ নৌ-কর্মকর্তাকে বাঁচাতে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাব’।  

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ মার্চ কূলভূষণকে বেলুচিস্তানের মাসকেল এলাকা গ্রেফতার করা হয়। পাকিস্তানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ১০ এপ্রিল পাকিস্তানের সেনা প্রধান জাভেদ বাওজা সামরিক আদালতে কূলভূষণের ফাঁসির রায় চূড়ান্ত করেন।ভারতের দাবি, যাদব নৌবাহিনী থেকে অবসরের পর ইরানে ব্যবসা করছিলেন। সেখান থেকে পাকিস্তান তাঁকে অপহরণ করেছে।  কুলভূষণকে কনস্যুলার সুবিধা দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে ১৬ বার অনুরোধ করা হলেও তাতে সাড়া দেয়নি পাকিস্তান। এই প্রেক্ষাপটে ৮ মে  আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয় ভারত। জাতিসংঘের আদালতের রায় আসার আগেই পাকিস্তান তার মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলতে পারে বলে আশঙ্কা করছিল দেশটি।  

দুই পক্ষের যুক্তি-তর্কের পর বৃহস্পতিবার (১৮ মে) আন্তর্জাতিক আদালতে এগারো জন বিচারপতি বিশিষ্ট ডিভিশন বেঞ্চ পাকিস্তানের সেনা আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করে। পরবর্তী নোটিস না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে বলে জানায়  আদালত। কুলভূষণের সঙ্গে ভারতীয় দূতাবাসকে দেখা করতে দেওয়া নিয়ে পাকিস্তানের আপত্তিও খারিজ করে দেওয়া হয়। আদালতের রায়ে বলা হয়,  কুলভূষণ গুপ্তচর কিনা সেটাও এখনও প্রমাণিত হয়নি; সুতরাং পাকিস্তান কোনওভাবেই এখনই সাজা কার্যকর করতে পারে না।

ভারতের প্রতিনিধি আইনজীবী হরিশ সালভের অভিযোগ, যাদবকে পাকিস্তানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, যা ন্যায়বিচারের পরিপন্থী, এতে যাদবের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

তবে সে অভিযোগ অস্বীকার করে পাকিস্তান। দেশটির প্রতিনিধি আন্তর্জাতিক আদালতে দাবি করেন, কুলভূষণ যাদবকে আইনি লড়াই চালানোর জন্য আগস্ট পর্যন্ত সময় ছিল। কুলভূষণ তার দোষ স্বীকার করেছেন বলেও দাবি করে দেশটি।


/এফইউ/

 

সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী