X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে এখনও বহাল অ্যাসাঞ্জের গ্রেফতারি পরোয়ানা!

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৯ মে ২০১৭, ১৭:০০আপডেট : ১৯ মে ২০১৭, ১৭:৫০

জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ-এর গ্রেফতারি পরোয়ানা এখনও বহাল রয়েছে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড। ফলে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে বের হলেই তারা তাকে গ্রেফতারে বাধ্য। ধর্ষণ মামলায় সুইডিশ প্রসিকিউটররা অ্যাসাঞ্জ-এর বিরুদ্ধে তদন্তে ইতি টানার ঘোষণা দেওয়ার পর শুক্রবার স্কটল্যান্ড ইয়ার্ডের এক বিবৃতিতে সংস্থাটির  এমন অবস্থানের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ধর্ষণের অভিযোগে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত আর অব্যাহত না রাখার সিদ্ধান্ত নিয়েছেন সুইডেনের প্রধান প্রসিকিউটর মারিয়ান নে। তবে লন্ডনে এখনও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইকুয়েডর দূতাবাস থেকে বের হলেই আদালতে আত্মসমর্পণ না করার দায়ে তাকে গ্রেফতার করা হবে।

এর আগে ধর্ষণ মামলায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্তে ইতি টানার ঘোষণা দেন সুইডিশ প্রসিকিউটররা। শুক্রবার (১৯ মে) প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সুইডিশ প্রসিকিউটরের কার্যালয় থেকে ওই ঘোষণা আসার কিছুক্ষণ পরই অ্যাসাঞ্জের টুইটার অ্যাকাউন্টে তার একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল করতে স্টকহোম ডিস্ট্রিক্ট কোর্টে অনুরোধ জানিয়েছে মারিয়ান নে।

ইকুয়েডর সরকারের পক্ষ থেকে সুইডিশ সরকার একটি চিঠি পাওয়ার পর তদন্ত বন্ধের ঘোষণা দেওয়া হলো। ওই চিঠিতে অভিযোগ করা হয়, তদন্ত সম্পূর্ণ করতে ‘উদ্যোগে ঘাটতি’ থাকাসহ ‘গুরুতর ব্যর্থতার’ পরিচয় দিয়েছেন প্রসিকিউটররা। যৌন নিপীড়নের অভিযোগে ছয় মাস আগে লন্ডনে সুইডিশ কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয় ২০১০ সালে। মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে উইকিলিকস উন্মোচন করে মার্কিন সাম্রাজ্যের নগ্নতাকে। দুনিয়াজুড়ে আলোচনায় আসেন ওই সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ক্ষমতাশালী রাষ্ট্রগুলোর গোপন তথ্য উন্মোচনের মধ্য দিয়ে দুনিয়াব্যাপী আধিপত্যবাদবিরোধী মানুষদের প্রতীকী কণ্ঠস্বরে পরিণত হন তিনি। একটি ধর্ষণ মামলা দিয়ে ২০১০ সালে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০১২ সাল থেকে যুক্তরাজ্যে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। মূলত ২০১০ সাল থেকেই অ্যাসাঞ্জের বিরুদ্ধে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র।

/এমপি/

সম্পর্কিত
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
ইউক্রেনের চেরনিহিভে রুশ হামলায় নিহত ১৩
সর্বশেষ খবর
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
রূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
ঢাকা প্রিমিয়ার লিগরূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট